হোম > জাতীয়

বাংলাদেশ বিমানবাহিনীর সাইবার সিকিউরিটি সচেতনতা মাস সমাপ্ত

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ বিমান বাহিনীর সাইবার সিকিউরিটি সচেতনতা মাস ২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা সেনানিবাসের ফ্যালকন হলে এ সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মাসব্যাপি অনুষ্ঠিত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের প্রশংসা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। এ সময় তিনি বলেন, সাইবার নিরাপত্তা, মানুষ, প্রক্রিয়া ও প্রযুক্তি এই তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। এর মধ্যে ‘মানুষ’ সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রযুক্তি যতই উন্নত হোক, সচেতন ও সতর্ক ব্যবহারকারী ছাড়া তা কার্যকর হয় না। প্রতিটি ক্লিক, প্রতিটি সিদ্ধান্ত আমাদের নিরাপত্তা নির্ধারণ করে।

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এস. এম. শামীম রেজা, যিনি ‘ডিজিটাল যুগে ভুল তথ্য, অপপ্রচার ও সামাজিক মাধ্যমের প্রভাব’ বিষয়ে বক্তব্য রাখেন। তার বক্তব্যে ডিজিটাল আচরণে দায়িত্বশীলতা ও সমালোচনামূলক চিন্তার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক এবং বিভিন্ন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সচেতনতামূলক প্রচারণায় ছিল কর্মকর্তা, বিমানসেনা ও তাদের পরিবারের জন্য বিশেষ ব্রিফিং, শিক্ষামূলক পোস্টার ও বুকলেট বিতরণ এবং ইন্টার‍্যাকটিভ সেশন।

ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব সরকারি চাকরিজীবীদের

খালেদ মহিউদ্দিনকে স্টুপিড বলে ডাকতেন সালমান এফ রহমান

নির্বাচনি প্রস্তুতি: প্রধান উপদেষ্টার নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠক

নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ

রোগীদের সুখবর দিল বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

প্রান্তিকে চিকিৎসা কাঠামো থাকলেও বাস্তবায়ন নেই

নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট কী প্রভাব ফেলতে পারে

অনৈক্য রেখেই বিদায় ঐকমত্য কমিশনের

সারের কৃত্রিম সংকট

আরপিও সংশোধন: বিএনপির দাবি ইসিতে নাকচ