হোম > জাতীয়

পে-স্কেল নিয়ে কোর কমিটির বৈঠক, যা জানা গেল

আমার দেশ অনলাইন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল কার্যক্রম দ্রুত নিষ্পত্তির তাগিদ দিয়েছে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটি। গতকাল সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারি কর্মচারী সংগঠনের নেতারা আলটিমেটাম দিয়েছেন। পে-স্কেল কার্যক্রম দ্রুত নিষ্পত্তি করা না হলে কর্মচারীরা ভোটের আগে জানুয়ারিতে আন্দোলনে নামতে পারেন।

কোর কমিটির সভায় জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে যুক্ত হতে পারে। এই শঙ্কা থেকে বিশ্ববিদ্যালয় ও কলেজের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য সংশ্লিষ্ট বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

বৈঠকে উপস্থিত একাধিক সদস্য বলেন, কিছু শিক্ষার্থী অযৌক্তিক বিষয়ে রাস্তায় নেমে আন্দোলন করছে এবং ভোটের আগে এই আন্দোলনের সংখ্যা আরো বাড়তে পারে।

গত জুলাইয়ে সরকারি চাকরিজীবীদের সুযোগ-সুবিধা পর্যালোচনায় অন্তর্বর্তী সরকারের গঠিত পে কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমার সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু সরকারিভাবে নির্ধারিত সময়ের আগেই ৩০ নভেম্বর পর্যন্ত সুপারিশ চেয়ে আসছিল কর্মচারীদের বিভিন্ন সংগঠন।

কিন্তু সেই সময়ের মধ্যে সুপারিশ জমা না পড়ায় কর্মচারীদের মধ্যে নতুন করে অসন্তোষের সূত্রপাত হয়। এর প্রতিবাদে গত ৫ ডিসেম্বর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি চাকরিজীবীরা মহাসমাবেশ করেন।

সমাবেশ থেকে বলা হয়, ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন পে-স্কেলের জন্য গেজেট প্রকাশ করে জানুয়ারি ২০২৬ সাল থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে হবে। এই সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হলে ১৭ ডিসেম্বর কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ৩ লাখ ছাড়াল প্রবাসীর নিবন্ধন

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আজ

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া

আধুনিক প্রকৌশল প্রযুক্তির আলোকে কাজের আহ্বান নৌবাহিনী প্রধানের

ভারতীয় বয়ান দিয়ে কিছু সাংবাদিক ফ্যাসিবাদকে নতুন করে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে

রাজধানীতে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও প্রত্যয়ন বিধিমালার গেজেট প্রকাশ

তারিখ ছাড়াও কী কী থাকে নির্বাচনি তফসিলে

‘এত অল্প সময়ে তোমরা যা দিয়েছ, তা জাতি কখনো ভুলবে না’

মোবাইল ফোন নিবন্ধনের সময় বাড়লো ৩ মাস