হোম > প্রকৃতি ও পরিবেশ

সারা দেশে তাপমাত্রা কেমন থাকবে, জানালো আবহাওয়া অফিস

আমার দেশ অনলাইন

দেশজুড়ে শীতের আমেজ ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার সকালে সারা দেশে হালকা ঠান্ডা অনুভূত হয়েছে, তাপমাত্রা কমতে শুরু করেছে। রাজধানীতে তাপমাত্রা নেমে এসেছে ১৯ ডিগ্রি সেলসিয়াসে।

পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনভর আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৮ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টি হয়নি বলেও জানানো হয়েছে।

মেঘলা থাকতে পারে রাজধানীর আকাশ

দূষণে শীর্ষে দিল্লি, ঢাকার কী অবস্থা

উপকূলীয় মানুষের টিকে থাকার লড়াইকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে হবে

অবশেষে শীত জেঁকে বসতে শুরু করেছে

সারা দেশে তাপমাত্রা কেমন থাকবে, জানালো আবহাওয়া অফিস

পঞ্চগড়ে ১২ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে

বৈশ্বিক দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান কত?

তাপমাত্রা ৩ ডিগ্রি কমতে পারে

শীতের আমেজে বাংলার প্রকৃতিতে বইছে হিমেল হাওয়া