হোম > প্রকৃতি ও পরিবেশ

ভূমিকম্পের পর এবার ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়

স্টাফ রিপোর্টার

গত দুইদিনে পরপর চারবার ভূমিকম্পের পর এবার একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে। তবে সেটি এখনও সুস্পষ্ট লঘুচাপ পর্যায়ে রয়েছে। কয়েকটি ধাপ পেরিয়ে তা ঘুর্ণিঝড়ে রূপ নিতে ৪৮ থেকে ৭২ ঘন্টা সময় লাগতে পারে। তবে সেটি বাংলাদেশের উপকূল অতিক্রম করবে কিনা তা এখনও বলতে পারেনি আবহাওয়া অধিদপ্তর।

রোববার সন্ধ্যা ৬টার দিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. ওমর ফারুক আমার দেশকে বলেন, আজ সকাল ৬টার দিকে দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘণিভুত সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছিল।

এ লঘুচাপটি পর্যায়ক্রমে নিম্নচাপ, নিম্নচাপ গভীর থেকে গভীর হয়ে তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। তবে কোন উপকূল করবে তা এখনও নিশ্চিত করে বলা না গেলেও বাংলাদেশ ভারত ও মায়ানমারের যেকোনো দিকে অগ্রসর হতে পারে। গভীর নিম্নচাপের ধাপ পেরিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার বিষয়টি বলা যাবে।

তিনি বলেন, মঙ্গলবার নাগাদ আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। আর ২৬ কিংবা ২৭ নভেম্বর ঘুর্ণিঝড়টি উপকূল অতিক্রম করে পারে। তবে আরো পরে এর গতিবিধি সম্পর্কে বলা যাবে।

দুদিনে চারবার ভূমিকম্প অনুভূত হওয়ার পর ঘূর্ণিঝড় নিয়ে বড় ধরনের ভীতি তৈরি করেছে জনমনে। এদিকে আজ ২৩ নভেম্বর সর্বশেষ ঘুর্ণিঝড়ের পূর্বাভাসেও এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তাপমাত্রা আরো বাড়ল, চলতি মাসে তীব্র শীতের লক্ষণ নেই

প্রকৃতিতে বড় পরিবর্তন, স্বাভাবিকের চেয়ে দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি বেশি

তাপমাত্রা কমলেও তীব্র শীতের সম্ভাবনা নেই

চুয়াডাঙ্গায় এখনো তীব্র শীত, তাপমাত্রা ৯.৭ ডিগ্রি

দেশে ফের শৈত্যপ্রবাহ , যত দিন থাকবে

ঢাকার আকাশ কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

আজ ঢাকার তাপমাত্রা কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্বাভাস

শৈত্যপ্রবাহে কাঁপছে দিনাজপুর, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

বায়ুদূষণে আজ চতুর্থ অবস্থানে ঢাকা