হোম > প্রকৃতি ও পরিবেশ

ঢাকায় হালকা কুয়াশা

আমার দেশ অনলাইন

দেশে ক্রমেই বাড়ছে শীত। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র শীত অনুভূত হচ্ছে। সেই সঙ্গে দেখা মিলছে কুয়াশার। রাজধানী ঢাকায়ও আজ সোমবার হালকা কুয়াশা পড়তে দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে ভোরের আকাশে দেখা গেছে হালকা কুয়াশা।

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। দিনের প্রথমার্ধে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অধিদপ্তর বলছে, আজ সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টি হয়নি।

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর সম্ভাব্য পূর্বাভাসে জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ভূমিকম্পের পর এবার ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়

ঢাকাকে বাসযোগ্য করতে আধুনিক নগর পরিকল্পনা জরুরি

আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ঢাকার আবহাওয়া কেমন থাকবে আজ

সেন্টমার্টিন খুলছে ১ ডিসেম্বর: থাকছে রাতযাপনের সুযোগ

ভূমিকম্পের উচ্চঝুঁকিতে দেশের যেসব জেলা

আজ ঢাকার আকাশ কেমন থাকবে, জানালো আবহাওয়া অফিস

দেশীয় খাদ্য-সংস্কৃতি-প্রথাগত উৎপাদন ব্যবস্থা রক্ষা করতে হবে

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বেশি হয় যেসব কারণে

তিন কারণে পৃথিবীতে ভূমিকম্প অনুভূত হয়