হোম > প্রকৃতি ও পরিবেশ

দেশের ৪৯ জেলায় তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে অতিষ্ঠ মানুষ

স্টাফ রিপোর্টার

ঈদের দিন থেকে শুরু হওয়া তাপপ্রবাহ আজ মঙ্গলবারও অব্যাহত ছিল। আগের কয়েক দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়ে দেশের ৪৯ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যায়। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা নীলফামারীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এই তাপপ্রবাহ আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই তাপপ্রবাহ শুক্রবার থেকে ধীরে ধীরে কমে আসতে পারে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, মে মাসের শেষ সপ্তাহ থেকে ২ জুন নাগাদ দেশে প্রচুর বৃষ্টি হয়েছে। এই সময়টা ব্রেক মুনছুন (বর্ষা বিরতি) চলছে। এই তাপপ্রবাহ আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর আবার বৃষ্টিপাত শুরু হয়ে ধীরে ধীরে দেশজুড়ে ছড়িয়ে তাপমাত্রা কমে আসতে পারে।

রাজধানী ঢাকায় তুলনামূলক তাপমাত্রা কম থাকার পর ভ্যাপসা গরম অনুভূত হওয়ার বিষয়ে তিনি বলেন, এখন বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক। তাই এত গরম। এর আগে গত মাসে সাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় যে জলীয় বাষ্প এসেছিল, তা এখনো রয়ে গেছে। বিচ্ছিন্নভাবে কিছু এলাকায় বৃষ্টি হলেও গরম কমছে না। একটানা বৃষ্টি না হলে গরমের এ অবস্থা থেকে যাবে। তবে ২-৩ দিন পর বৃষ্টি হলে এই অস্বস্তি কেটে যেতে পারে।

তিনি আরো বলেন, এই সময়ে দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাস সমুদ্রের দিক থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হওয়ায় বাতাসে প্রচুর জলীয় বাষ্প রয়েছে। এ কারণেই তাপমাত্রা কম থাকার পরও বেশি গরম অনুভূত হচ্ছে।

দেশের অর্ধেকের বেশি অংশজুড়ে তাপপ্রবাহ বইছে। অন্য এলাকাতেও ভ্যাপসা গরম পড়েছে। অল্পকিছু স্থানে বৃষ্টি হলেও তাতে গরম কমছে না।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, দেশের ৪৯ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে চলছে। এর মধ্যে নীলফামারী জেলায় মাঝারি ধরনের তাপমাত্রা বয়ে যাচ্ছে। বুধবারের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে তিনি জানিয়েছেন।

তাপমাত্রা আরো বাড়ল, চলতি মাসে তীব্র শীতের লক্ষণ নেই

প্রকৃতিতে বড় পরিবর্তন, স্বাভাবিকের চেয়ে দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি বেশি

তাপমাত্রা কমলেও তীব্র শীতের সম্ভাবনা নেই

চুয়াডাঙ্গায় এখনো তীব্র শীত, তাপমাত্রা ৯.৭ ডিগ্রি

দেশে ফের শৈত্যপ্রবাহ , যত দিন থাকবে

ঢাকার আকাশ কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

আজ ঢাকার তাপমাত্রা কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্বাভাস

শৈত্যপ্রবাহে কাঁপছে দিনাজপুর, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

বায়ুদূষণে আজ চতুর্থ অবস্থানে ঢাকা