হোম > প্রকৃতি ও পরিবেশ

ঘন কুয়াশায় বেড়েছে শীত

স্টাফ রিপোর্টার

ঘনকুয়াশায় ডাকা পড়ছে সারা দেশ। সূর্যের দেখা মিলছে দেরিতে, এতে আগের তুলনায় বেশি শীত অনুভূত হচ্ছে। এ অবস্থা আগামী ২-৩ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক আমার দেশকে বলেন, দিল্লি থেকে কুমিল্লা নাগাদ ঘনকুয়াশার একটা ছায়া পড়েছে। এতে তাপমাত্রা না কমলেও দিনের খুব কম সময় সূর্যের দেখা মিলছে; সেইসাথে উত্তরের দিক থেকে ঠাণ্ডা বাতাস বইতে শুরু করেছে। এর ফলে বেশি শীত অনুভূত হচ্ছে। তবে এটা খুব বেশি স্থায়ী হওয়ার সম্ভাবনা নেই। আগামী ২ থেকে ৩দিন এ অবস্থা থাকতে পারে।

এ ছাড়া দেশের তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কমে শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, এ সময়ের মধ্যে আরও তিন বিভাগের কোথাও কোথাও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে। শনিবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোববার সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ের মধ্যে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের তাপমাত্রা রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সারাদেশে আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

তেঁতুলিয়ায় এক সপ্তাহের বেশি সময় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

তেঁতুলিয়ায় টানা এক সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

দেশের আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

দিন-রাতের তাপমাত্রা কমবে, বাড়বে শীত

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে

ঢাকায় তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রিতে

ঢাকায় বাড়ছে শীতের অনুভূতি, ১৬ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

তাপমাত্রা কমে শীতের আমেজ বাড়ছে