হোম > প্রকৃতি ও পরিবেশ

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’

স্টাফ রিপোর্টার

বায়ুদূষণের তালিকায় আজও শীর্ষে রয়েছে ঢাকা। বাতাসের মান সূচকে ঢাকার বায়ুর স্কোর ২০৬; যা খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচিত।

শনিবার সকাল সাড়ে ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ার-এ এসব তথ্য পাওয়া গেছে।

এর আগে, শুক্রবার সকালেও এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৪০ স্কোর নিয়ে দূষণে শীর্ষে ছিল ঢাকার বাতাস।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় স্থানে রয়েছে উগান্ডার কাম্পালা (২০৩)। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে নেপালের কাঠমান্ডু (১৮৪), পাকিস্তানের লাহর (১৮৩) ও পোল্যান্ডের ক্রাকো (১৭৬)।

সূচক অনুযায়ী রাজধানীর মতো উগান্ডার বাতাসও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। আর বাকি তিন শহরের বাতাসের মান এর চেয়ে কিছুটা ভালো হলেও অস্বাস্থ্যকর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

তাপমাত্রা আরো বাড়ল, চলতি মাসে তীব্র শীতের লক্ষণ নেই

প্রকৃতিতে বড় পরিবর্তন, স্বাভাবিকের চেয়ে দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি বেশি

তাপমাত্রা কমলেও তীব্র শীতের সম্ভাবনা নেই

চুয়াডাঙ্গায় এখনো তীব্র শীত, তাপমাত্রা ৯.৭ ডিগ্রি

দেশে ফের শৈত্যপ্রবাহ , যত দিন থাকবে

ঢাকার আকাশ কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

আজ ঢাকার তাপমাত্রা কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্বাভাস

শৈত্যপ্রবাহে কাঁপছে দিনাজপুর, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

বায়ুদূষণে আজ চতুর্থ অবস্থানে ঢাকা