হোম > প্রকৃতি ও পরিবেশ

ঢাকায় তাপমাত্রা কত ডিগ্রিতে নামল

আমার দেশ অনলাইন

সারা দেশে ধীরে ধীরে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। বাদ যায়নি রাজধানী ঢাকাও। আজ সকালে ঢাকায় তাপমাত্রা নেমেছে ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ থাকবে পরিষ্কার এবং আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে। এই সময়ে বাতাস উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। আর গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ভূমিকম্পের পর এবার ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়

ঢাকাকে বাসযোগ্য করতে আধুনিক নগর পরিকল্পনা জরুরি

আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ঢাকার আবহাওয়া কেমন থাকবে আজ

সেন্টমার্টিন খুলছে ১ ডিসেম্বর: থাকছে রাতযাপনের সুযোগ

ভূমিকম্পের উচ্চঝুঁকিতে দেশের যেসব জেলা

আজ ঢাকার আকাশ কেমন থাকবে, জানালো আবহাওয়া অফিস

দেশীয় খাদ্য-সংস্কৃতি-প্রথাগত উৎপাদন ব্যবস্থা রক্ষা করতে হবে

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বেশি হয় যেসব কারণে

তিন কারণে পৃথিবীতে ভূমিকম্প অনুভূত হয়