হোম > রাজনীতি

খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, আশা জামায়াত আমিরের

হাসপাতালে দেখতে গেলেন

স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করে তার সুস্থতার জন্য দোয়া করেন। পরে প্রেস ব্রিফিংয়ে জামায়াত আমির বলেন, তিনি যেহেতু এখনো আলহামদুলিল্লাহ সারভাইভ করছেন, আমরা আশা করি, দোয়া করি ইনশাআল্লাহ তিনি সুস্থ হয়ে উঠবেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন চারদলীয় ও ২০ দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। এভার কেয়ার হাসপাতালে এর আগেও তিনি বহুবার এসেছেন। তবে এত সংকটজনক পরিস্থিতি এর আগে তৈরি হয়নি। আমি ধৈর্য ধরছিলাম, দোয়া করছিলাম বাইরে থেকে এবং ধারণা ছিল এখানে এসে বিরক্ত না করি। বিএনপির পক্ষ থেকেও এ ধরনের আহ্বান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন যে, এখানে এসে ভিড় না করে সবাই দোয়া করুন। ভিড় করলে তার চিকিৎসা এবং আরো রোগীদের চিকিৎসা বিঘ্নিত হচ্ছে। আজকে কোনভাবে মনকে বোঝাতে না পেরে আসলাম।

তিনি বলেন, আমি ওনাকে দেখে এসেছি। এখন ওনার ডায়ালাইসিস চলছে। এবং তিনি আসলে ‘ডিপসিডেশনে’ আছেন। সারা দুনিয়ার মানুষের সঙ্গে আমরাও দোয়া করি, আল্লাহ তাকে সুস্থতার নেয়ামত দান করুন। তিনি সুস্থ হয়ে ফিরে আসুন এবং বাকি জীবনটা যেন জাতির খেদমতে কাটাতে পারেন-সেই দোয়া করি।

ডা. শফিকুর রহমান বলেন, সুস্থতাও আল্লাহর নেয়ামত, অসুস্থতাও আল্লাহর নেয়ামত। তার (খালেদা জিয়া) আপনজন যারা আছেন, বিশেষ করে তার পরিবার-পরিজন, তাদের জন্য এই মুহূর্তে ধৈর্য্য ধরাটা বেশ কঠিন। আমরা আল্লাহ তায়ালার কাছে দোয়া করি, তারা যেন ধৈর্যের সঙ্গে এ পরিস্থিতি মোকাবিলা করতে পারেন এবং আল্লাহর ওপর তারা যেন পূর্ণ ভরসা করতে পারেন।

তিনি বলেন, আল্লাহ তায়ালার হাতে সব কিছুই আছে। আল্লাহ জীবিতকেও ধরে নিয়ে যেতে পারেন, আবার মরার মধ্যেও জান দিতে পারেন। তিনি যেহেতু এখনো আলহামদুলিল্লাহ সারভাইব করছেন, আমরা আশাকরি, দোয়া করি ইনশাআল্লাহ তিনি সুস্থ হয়ে উঠবেন। আপনারা সবাই তারজন্য দোয়া করবেন।

জামায়াত আমির বলেন, এখানে হাসপাতালের যে শৃঙ্খলা-এটা ভঙ্গ করা ঠিক না। আমি সেখানে (খালেদা জিয়ার বেডের পাশে) মাত্র দেড় মিনিট ছিলাম। আমার কর্তৃব্য নিষ্ঠা আমাকে বলেছে, তোমার সুযোগ থাকলেও এখানে দীর্ঘক্ষণ থাকা ঠিক না। আমি দুচোখে একটু দেখে আসতে পেরেছি, এটা আমার সান্তনা। আবারও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাকে ক্ষমা করুন, রহমন করুন, সুস্থতা দান করুন।

যুক্তরাজ্য-চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের আরো একটি দল আসছেন কাল

এনসিপি নেতাদের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মুজিববাদ ও মওদুদীবাদের বিরুদ্ধে বিএনপি-এনসিপির ঐক্য চান পাটোয়ারী

‘পালায় না’ বলা হাসিনা রান্না করা ভাতও খেয়ে যেতে পারেনি: চরমোনাই পীর

নেতাকর্মীদের সাথে যৌথসভা করলেন তানভীর আহমেদ রবিন

যে শর্তে বিএনপি ও এনসিপির মধ্যে দায়িত্বশীল ঐক্য চান পাটওয়ারী

বরগুনা জেলা বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা

আমরা পচা সমাজকে বদলাতে চাই: জামায়াত আমির

শিগগিরই ফিরছেন তারেক রহমান: মির্জা ফখরুল

হাসিনার বিরুদ্ধে সেনা অফিসারদের বিদ্রোহ, ভয়ে যাননি জেনারেল মইন