হোম > রাজনীতি

আ.লীগের নাশকতা ঠেকাতে মাঠে থাকবে জামায়াতসহ ৮ দল

আমার দেশ অনলাইন

ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে বৃহস্পতিবার সর্বস্তরের জনশক্তিসহ দেশব্যাপী রাজপথে অবস্থানের ঘোষণা দিয়েছে জামায়াতসহ আট দলের নেতারা। পরদিন শুক্রবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর মধ্যে বিক্ষোভ মিছিল করবে তারা।

বুধবার দুপুরে মগবাজার আল ফালাহ মিলনায়তনে যৌথ সংবাদ সন্মেলনে ৮ দলের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।

এদিকে আগামী ১৬ নভেম্বরের মধ্যে পাঁচ দফা দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জামায়াতসহ সমমনা ৮ দল।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আগামী ১৬ নভেম্বর (রোববার) বেলা ১১টায় আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে আলফালাহ মিলনায়তনে দুপুর ১২টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে জনগণের পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হলে প্রধান উপদেষ্টা কার্যালয়ে যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

৫ দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসা দলগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।

ক্ষমতার অপব্যবহারকারীদের জনগণ ক্ষমা করবে না: ব্যারিস্টার অসীম

গণভোট না হলে নির্বাচন হতে দেওয়া হবে না: এটিএম আজহার

আ.লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মিছিলের ডাক হাসনাতের

১০০ বছর প্রচেষ্টা চালিয়েও বিএনপি গণভোট ঠেকাতে পারবে না: নাসিরুদ্দীন পাটোয়ারী

এনসিপির স্বাস্থ্য পেশাজীবী সংগঠনের আত্মপ্রকাশ

আ.লীগ ও জাতীয় পার্টিকে ভোটের বাইরে রাখার দাবি গণঅধিকার পরিষদের

বিএনপি ও জামায়াতকে আসন সমঝোতার প্রস্তাব এবি পার্টির

জামায়াতের সঙ্গে আইএমএফ প্রতিনিধিদলের বৈঠক

নির্বাচনে বিলম্ব করার যৌক্তিক কারণ নেই: রিজভী

‘নোট অব ডিসেন্ট’ ছাড়া গণভোট নিয়ে আলোচনা হয়নি