হোম > রাজনীতি

আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় বেপরোয়া ফ্যাসিবাদী সন্ত্রাসীরা: খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ।

পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী নেতারা। তারা বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও অপরাধীদের ওপর গোয়েন্দা নজরদারীর অভাবে ফ্যাসিবাদী সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। মগবাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সিয়াম নামক এক নিরীহ যুবককে হত্যা করা হয়েছে। নির্বাচনকালীন সংবেদনশীল এই সময়ে উক্ত ঘটনা কোনভাবেই স্বাভাবিক কিংবা বিচ্ছিন্ন ঘটনা নয়।

বুধবার সন্ধ্যায় পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাপ্তাহিক নির্বাহী বৈঠকের সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

তারা বলেন, জাতীয় নির্বাচন বানচাল করতে খুনীরা মাঠে নেমেছে। এই ষড়যন্ত্র প্রতিরোধে প্রশাসন ও নির্বাচন কমিশন এখনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। ১৮ কোটি জনগণকে নিরাপত্তার ঝুঁকিতে রেখে মাত্র কয়েকজন ব্যক্তিকে গানম্যান প্রদানের সরকারি উদ্যোগ সুস্পষ্ট বৈষম্য। শহীদ ওসমান হাদীর হত্যার বিচার নিয়ে টালবাহানা শুরু হয়েছে। এখনো তার হত্যাকারী ও মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করতে পারেনি সরকার।

বৈঠকে নেতারা সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, নির্বাচনি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে অবিলম্বে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল, অস্ত্র উদ্ধার ও সাঁড়াশি অভিযান জোরদার করতে হবে। খুনী ও ফ্যাসীবাদী অপশক্তির সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে। উৎসবমুখর নির্বাচনি পরিবেশ তৈরিতে সন্ত্রাসী ও চাঁদাবাজি নির্মূল করতে হবে। নির্বাচনকালীন ওয়াজ মাহফিলের উপর বিধি-নিষেধ আরোপের পরিকল্পনা হচ্ছে। আমরা এমন সিদ্ধান্ত থেকে বিরত থাকার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।

জামায়াতের সঙ্গে নির্বাচনি জোট বাঁধছে এনসিপি!

আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত: তারেক রহমান

বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭ বছর পর ঐতিহাসিক ভাষণে যা যা বললেন তারেক রহমান

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের অর্জন

ঢাকায় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন

জামায়াতের মহাসমাবেশ বাস্তবায়ন প্রস্তুতিমূলক সভা

যেদিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

শুক্র ও শনিবার তারেক রহমানের যে কর্মসূচি

গুলশানের বাসভবনে তারেক রহমান, স্বাগত নেতাকর্মীদের