জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী বলেছেন, আমরা আইনের শাসন ও বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা সব সময় চাই। ফ্যাসিস্ট ও জালেম হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের মাধ্যমে আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে।
তিনি বলেন, আমরা আশাবাদী যথাসময়ে এ রায় কার্যকর ব্যবস্থা হবে।
সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুর রব ইউসুফী আরো বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রপ্রধানের মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এ থেকে সবাইকে শিক্ষা দিতে হবে ফ্যাসিস্ট ও জালেমরা আল্লাহর বিচার থেকে কখনো রেহাই পাবে না।