হোম > রাজনীতি

চীন সফর শেষে দেশে ফিরলেন জামায়াত নেতারা

স্টাফ রিপোর্টার

চীন সফর শেষে দেশে ফিরেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলটির ৮ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল।

মঙ্গলবার রাত নয়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি টিম ডা. শফিকুর রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান।

এ সময় জামায়াত আমির বলেন, আমরা প্রথমে সাংহাই যাই সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে করি। একপর্যায়ে সাংহাই সিটি গভর্নমেন্টের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও আমাদের মিটিং হয়। সাংহাই সিটি কর্পোরেশন চীনের একটি বিশেষ গুরুত্বের দাবিদার। ইতোমধ্যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি চাইনিজ কর্নার উদ্বোধন করেছে, যাতে দুই দেশের ভাষা ও সংস্কৃতির বোঝাপড়া ও বিনিময় আরো বাড়ে। আমরা আগামী বছরের মধ্যে আরও তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়-ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এটি চালু করার অনুরোধ করেছি। তারা নীতিগতভাবে এ বিষয়ে একমত হয়েছে।

তিনি বলেন, চায়না কমিউনিস্ট পার্টির দাওয়াতে আমাদের এই সফর ছিল। তবে সেখানে সরকারি কর্মকর্তাদের সঙ্গেও আমাদের মতবিনিময় হয়েছে।

তিনি বলেন, গত ৩৫ বছরে চীন অনেক উন্নতি করেছে। তারা কীভাবে কেন এই উন্নতি করেছে সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করেছি। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের জাতি বিশেষ করে আমাদের দল বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কি করতে পারে সেগুলো আমরা বোঝার চেষ্টা করেছি। আমরা বিভিন্ন মিটিংয়ে অনুপ্রাণিত হয়েছি।

জামায়াত আমির বলেন, আমরা তাদের বলেছি, অতীতে কিছু দেশ একটি দলের সাথে সম্পর্ক রাখতো। আমরা তাদের অনুরোধ করে বলেছি, চীনের সম্পর্ক শুধু একটি দলের সঙ্গে নয় সরকারের সঙ্গে সরকারের যেমন সম্পর্ক হবে তেমনি সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক হবে আবার পার্টি টু পার্টি সম্পর্ক থাকবে। তারা এটাতে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। আমরাও তাদের সাথে সব দলের বিষয়েই কথা বলেছি।

প্রেস ব্রিফিংয়ে জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, এড. মোয়াযযম হোসাইন হেলাল ও এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. সাহাবুদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন প্রমুখ।

এর আগে গত ১০ জুলাই জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল চীন সফরে গিয়েছিলেন।

বিএনপির বিদ্রোহী প্রার্থী রইল অর্ধশতাধিক আসনে

এনসিপি নেতাদের রাজনীতি শেখার উপদেশ দিলেন মির্জা আব্বাস

ঢাকা-১৫ আসন নিয়ে যা বললেন জামায়াত আমির

মিরপুরে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

জাতীয় পার্টি গণভোটকে প্রত্যাখ্যান করবে

রাজনৈতিক হীনমন্যতা থেকে বিএমডিসিকে দিয়ে শোকজ: ডা. খালিদুজ্জামান

বাংলাদেশের বড় সমস্যাগুলোর অন্যতম হলো নীতিগত বিকৃতি

জোটে ১১ আসন পেলেও ৯ টিতে প্রার্থী প্রত্যাহার করেনি খেলাফত মজলিস

মাহমুদা মিতুর মনোনয়ন প্রত্যাহার, জামায়াতকে সমর্থনের ঘোষণা

মিরপুরে জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপির হামলা