হোম > রাজনীতি

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক অনুষ্ঠিত হয় গত ১৩ জুন। এই বৈঠকের পরই জাতীয় নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ছিল সেটি কেটে যায়। এজন্য এই বৈঠকটিকে একটি ঐতিহাসিক বৈঠক হিসেবে বলা হয়েছিল। তবে সেখানে নির্বাচনের বাইরে কী কথা হয়েছিল সে বিষয়ে তেমন কোনো তথ্য গণমাধ্যমে আসেনি।

সম্প্রতি বিবিসি বাংলার পক্ষ থেকে তারেক রহমানের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সেখানে দেশে ঘটে যাওয়া নানা প্রশ্নের জবাব দিয়েছেন তারেক রহমান। পাশাপাশি লন্ডনে ড. ইউনূসের সঙ্গে নির্বাচনের বাইরে কী কথা হয়েছিল তা জানিয়েছেন তারেক রহমান।

তারেক রহমানের কাছে বিবিসি বাংলার পক্ষ থেকে জানতে চাওয়া হয়— নির্বাচনের বাইরে ড. ইউনূসের সঙ্গে কোনো কথা হয়েছিল কিনা?

জবাবে তারেক রহমান বলেন, ড. ইউনূস একজন বিজ্ঞ মানুষ। সৌজন্যতার স্বরূপ অনেক কথা হবে এটিই স্বাভাবিক। নির্বাচনের বাইরেও বেশ কিছু কথা হয়েছে। ড. ইউনূস জানতে চেয়েছিলেন— জনগণ যদি আপনাদের সুযোগ দেয়; তাহলে দেশের জন্য আপনারা কী কী পদক্ষেপ গ্রহণ করবেন— দেশের মানুষকে, দেশের জনগণকে আমার পরিকল্পনা ও ভাবনা তুলে ধরেছি। তাছাড়া এর বাইরেও আরও কিছু কথা হয়েছে।

সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে অন্তর্বর্তী সরকার, ভারতের সাথে সম্পর্ক এবং সংস্কারসহ বিভিন্ন প্রসঙ্গে কথা বলেছেন তারেক রহমান।

আওয়ামী দোসরদের নতুন জোটের আত্মপ্রকাশ আজ

আমি ব্যাপক ইতিবাচক সাড়া পেয়েছি: মুহিব খান

অলিউল্লাহ নোমানের সমর্থনে ঢাকাস্থ মাধবপুর উপজেলাবাসীর নির্বাচনি বৈঠক

ব্যারিস্টার ফুয়াদকে লাঞ্ছিতের ঘটনায় গণঅধিকার পরিষদের নিন্দা

শাপলার গণহত্যা নিয়ে বিবিসি বাংলার সাবেক প্রধানের মিথ্যাচার, নিন্দা-প্রতিবাদ হেফাজতের

তারাগঞ্জে সস্ত্রীক শিক্ষক হত্যাকাণ্ডের বিচার প্রত্যাশা জামায়াতের

ব্যারিস্টার ফুয়াদকে লাঞ্ছিতের ঘটনায় ইসলামী আন্দোলনের নিন্দা

খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট স্বাভাবিক

ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো তামাশা জাতি মানবে না

সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদকের সাথে কোনো আপস নেই: মির্জা আব্বাস