হোম > রাজনীতি

নাজমুল হাসানের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেস বিজ্ঞপ্তি

স্টাফ রিপোর্টার

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ কর্মসূচিতে শুক্রবার রাতে হামলায় সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের পাশাপাশি এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসানও গুরুতর আহত হন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং একই সঙ্গে অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সাবেক এই সমন্বয়কের সুচিকিৎসা ব্যবস্থা করার পাশাপাশি এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবি জানাচ্ছে। কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও হাসান ইনাম এক যৌথ বিবৃতিতে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানান।

নাজমুল হাসানের বাম কোমরে চিড় ও ডান পাশে ফ্র্যাকচার হওয়ার পাশাপাশি তিনি মারাত্মক শারীরিক জটিলতায় ভুগছেন এবং ইউরিনজনিত সমস্যায়ও আক্রান্ত হচ্ছেন বলে জানা গেছে।

তিনি দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী সকল আন্দোলনের সম্মুখসারির সহযোদ্ধা এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে।

সুতরাং অভ্যুত্থানের একজন সম্মুখসারির যোদ্ধার ওপর হামলা অত্যন্ত উদ্বেগজনক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে, অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের ওপর ধারাবাহিক হামলা হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতারই বহিঃপ্রকাশ।

তাই দেশের সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি, দেশ-বিদেশে অভ্যুত্থানের সহযোদ্ধাদের ওপর নানা হামলা প্রতিরোধে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

তারেক রহমানের নিরাপত্তা টিমে তিন সাবেক সেনা কর্মকর্তা নিয়োগ

আসন্ন নির্বাচনের পর বাংলাদেশের উন্নয়নে ইইউ’র সহযোগিতা চায় বিএনপি

তারেক রহমানের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

প্রশাসনের ‘কিবলা’ একটি দলের পার্টি অফিসে: আসিফ মাহমুদ

প্রশাসনের পক্ষপাতিত্বে ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে: আসিফ মাহমুদ

জামায়াত আমিরের সঙ্গে ইইউ কূটনীতিকের বৈঠক বুধবার

নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নয়ন জরুরি: মামুনুল হক

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি, নেতৃত্বে আসিফ মাহমুদ

আসিফ মাহমুদের পর হাসনাতও হারালেন ফেসবুক আইডি

জকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে হতে দিন, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না