হোম > রাজনীতি

নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘পদত্যাগ’ ইস্যুতে যা বলছেন এনসিপি নেতারা

আমার দেশ অনলাইন

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী পদত্যাগ করেছেন—এমন খবরকে গুজব ও ভিত্তিহীন বলে দাবি করেছেন দলটির একাধিক নেতা।

যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বলেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী পদত্যাগ করেননি।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপির সূত্রের বরাত দিয়ে পাটোয়ারীর পদত্যাগের খবর প্রকাশিত হয়। সেখানে বলা হয়, প্রায় দুই সপ্তাহ আগে তিনি দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এখনো তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি দলের হাইকমান্ড।

এ বিষয়ে দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘কনফার্ম করছি, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর পদত্যাগের যে সংবাদ ছড়ানো হচ্ছে, তা গুজব ছাড়া আর কিছুই না। এমন অসত্য ও ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা জানাচ্ছি।’
এদিকে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত আমার দেশকে বলেন, ‘নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই আছেন। তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজে তার দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। তার পদত্যাগের বিষয়টি কিংবা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সত্য নয়।’

এর আগে এদিন সন্ধ্যা থেকে এনসিপির মুখ্য সমন্বয়কের পদ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন নিউজ পোর্টালে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

নির্বাচনে আ.লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণের সুযোগ নেই

এনসিপিতে অনেকে গুপ্তচর হিসেবে ‘স্যাবোটাজ’ করতে এসেছে

আ.লীগ আমলের মতো ভোট কারচুপির ষড়যন্ত্র চলছে: হাসনাত

এনসিপির সঙ্গে জোট গঠন নিয়ে যা বললেন সালাহউদ্দিন

ইসকন বাংলাদেশের জন্য অশনিসংকেত: ছাত্র জমিয়ত

১৫ নভেম্বরের মধ্যে সব জেলা-মহানগরে আহ্বায়ক কমিটি দেবে এনসিপি

কয়েকটি দল সচিবালয়ে গিয়ে ডিসি ভাগাভাগি করছে: হাসনাত আবদুল্লাহ

১৫ নভেম্বর খতমে নবুওয়াতের মহা সম্মেলন

গণঅভ্যুত্থানের অর্জন রক্ষায় ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অপরিহার্য: সাইফুল হক

বৃহত্তর জোটের পরিকল্পনা বিএনপির, ‍যুক্ত হতে পারে অনেক ইসলামী দলও