নিকাব নিয়ে বিএনপি নেতা মোশাররফ হোসেন ঠাকুরের দেওয়া অবমাননাকর বক্তব্যের বিষয়ে বিএনপিকে অবস্থান পরিষ্কারের আহ্বান জানিয়েছে আপ বাংলাদেশ। সংগঠনটির মুখপাত্র শাহরিন ইরা বলেন, বিএনপিকে দ্রুত এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। নতুবা এই বক্তব্যকেই দলীয় অবস্থান হিসেবে গণ্য করা হবে।
মঙ্গলবার বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আপ বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। নিকাব নিয়ে বিএনপি নেতা মোশাররফ হোসেন ঠাকুরের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
শাহরিন ইরা বলেন, মোশাররফ হোসেন ঠাকুরের বক্তব্য শুধু তার ব্যক্তিগত বংশ পরিচয় নয়, এটি তার দলের অবস্থানকেও প্রশ্নবিদ্ধ করে। আওয়ামী রেজিমে যে ইসলামবিদ্বেষ চালানো হয়েছিল, তা এখনো বিভিন্নভাবে অব্যাহত রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কর্মক্ষেত্র ও রাজনীতির মাঠ পর্যন্ত হিজাব-নিকাবের প্রতি বিদ্বেষমূলক আচরণ দুঃখজনক ও নিন্দনীয়।
হিজাব ও নিকাব নিয়ে বিদ্বেষ সহ্য করা হবে না উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়, করপোরেট অফিস, রাস্তাঘাট কিংবা রাজনৈতিক অঙ্গন—যেখানেই হিজাব ও নিকাব নিয়ে বিদ্বেষমূলক আচরণ করা হবে, সেখানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
বিক্ষোভ কর্মসূচিতে আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য দিলারা খানম বলেন, মোশাররফ হোসেন ঠাকুর ইসলামের শরীয়াহ বিধান ‘নিকাব’ নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেছেন। এটি শুধু নারীদের অপমান নয়, সরাসরি ইসলামের অবমাননা।
প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীতে একটি অনুষ্ঠানে বিএনপি নেতা মোশাররফ হোসেন ঠাকুর বলেন, ‘ইয়াহুদি নারীরা যখন বেশ্যাবৃত্তি করত অথবা অন্য কোনো নিষিদ্ধ কার্যক্রম করত, তখন নেকাব পরত। হিজাব হলো মুসলমানের ড্রেস বাট নেকাব মুসলমানের ড্রেসই না’। এরপর তার এ বক্তব্যের প্রতিবাদ জানায় বিভিন্ন দল ও সংগঠন।