হোম > রাজনীতি

জনদুর্ভোগের সাত অভিযোগ নিয়ে ডিএসসিসিতে বিএনপি নেতা অসীম

স্টাফ রিপোর্টার

ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান, হাজারীবাগ থানাসহ আশপাশের এলাকায় জনদুর্ভোগের ৭ অভিযোগ জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) স্মারকলিপি দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। একই সঙ্গে স্মারকলিপিতে সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ জানান তিনি।

মঙ্গলবার এলাকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তিনি স্মারকলিপি দেন। সিটি করপোরেশনের প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে ব্যারিস্টার অসীম বলেন, সমস্যাগুলোর দ্রুত সমাধান না হলে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে। ইতিমধ্যেই এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি বিবেচনায় এনে এ সকল সমস্যা তুলে ধরে ঢাকা-১০ সংসদীয় আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এলাকাবাসীদের সঙ্গে নিয়ে চার থানায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মূলত যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এরকম মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

অভিযোগ সমূহ—

অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যান চলাচল এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা। ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে এডিস মশা নিধন ও লার্ভা ধ্বংসে উদাসীনতা। পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষণ। ফুটপাতে অবৈধ দোকানপাট স্থাপন। পয়োনিষ্কাশনের ক্ষেত্রে সমন্বিত উদ্যোগের অভাব। একটু বৃষ্টি নামলেই সড়কগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া। ধানমন্ডি লেকের পানি দূষণ এবং লেকের সৌন্দর্যবর্ধনে কোনো ভূমিকা না নেওয়া।

স্মারকলিপিতে তিনি আরো বলেন, এলাকায় বাচ্চাদের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও সেই তুলনায় খেলার মাঠ একেবারেই অপ্রতুল। বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ নির্মাণের ক্ষেত্রে আপনি উদ্যোগী হবেন—এটা আমরা মনে-প্রাণে আশা করি। আপনি উদ্যোগী হলে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় দখলকৃত ভূমি উদ্ধারের মাধ্যমে সেখানে খেলার মাঠ বা পার্ক নির্মাণ করা সম্ভব হতে পারে।

আওয়ামী দোসরদের নতুন জোটের আত্মপ্রকাশ আজ

আমি ব্যাপক ইতিবাচক সাড়া পেয়েছি: মুহিব খান

অলিউল্লাহ নোমানের সমর্থনে ঢাকাস্থ মাধবপুর উপজেলাবাসীর নির্বাচনি বৈঠক

ব্যারিস্টার ফুয়াদকে লাঞ্ছিতের ঘটনায় গণঅধিকার পরিষদের নিন্দা

শাপলার গণহত্যা নিয়ে বিবিসি বাংলার সাবেক প্রধানের মিথ্যাচার, নিন্দা-প্রতিবাদ হেফাজতের

তারাগঞ্জে সস্ত্রীক শিক্ষক হত্যাকাণ্ডের বিচার প্রত্যাশা জামায়াতের

ব্যারিস্টার ফুয়াদকে লাঞ্ছিতের ঘটনায় ইসলামী আন্দোলনের নিন্দা

খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট স্বাভাবিক

ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো তামাশা জাতি মানবে না

সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদকের সাথে কোনো আপস নেই: মির্জা আব্বাস