নির্বাচন উপ-কমিটির সভা
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ঘোষিত সংসদ সদস্য প্রার্থীদের সঙ্গে দলের নির্বাচন উপকমিটির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের মনোনীত প্রার্থীরা উপস্থিত থেকে নির্বাচনি কর্মকৌশল ও দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় তারা এককভাবে নির্বাচনের পক্ষে জোর দাবি জানান।
মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কার্যালযয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দলের সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন উপকমিটির আহ্বায়ক মাওলানা আবদুর রব ইউসুফী।
নির্বাচন উপকমিটির সদস্যসচিব ও দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
সভায় প্রার্থীরা নির্বাচনে জমিয়ত এককভাবে অংশগ্রহণের জোর দাবি জানিয়ে বলেন, সংঘবদ্ধ ও ঐক্যবদ্ধভাবে মাঠে নামলেই বিজয় অর্জন সম্ভব। এককভাবে নির্বাচন করলে জমিয়তের কাজ আরো বেগবান হবে। জমিয়তের আওয়াজ বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে। তৃণমূলে জমিয়তের সাংগঠনিক ভীত আরো মজবুত হবে।
সভায় সব প্রার্থী স্পষ্টভাবে উল্লেখ করেন, দলের কেন্দ্রীয় খাস কমিটি ও নীতি নির্ধারণী ফোরামের যে কোনো সিদ্ধান্ত তারা সর্বান্তকরণে মেনে নেবেন এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনি মাঠে কাজ করবেন।
সম্প্রতি বিভিন্ন সভা-সেমিনারে জমিয়তের কোন কোন প্রার্থী ও কেন্দ্রীয় নেতাদের দলীয় শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী বক্তব্য দেওয়ার বিষয়টি কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন কয়েকজন প্রার্থী।
তারা বলেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। দেশের স্থিতিশীলতার অন্যতম মাধ্যম হচ্ছে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র চলছে। দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা মতিউর রহমান কাসেমী, মাওলানা শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়া, মাওলানা ফজলুল করিম কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা আব্দুল হক কাওসারী প্রমুখ।