অবশেষে সৌভাগ্যের দুয়ার খুললো মুগ্ধ, জোহরান ও ফারিস্তার। রাস্তায় কুড়িয়ে পাওয়া হতভাগা এই তিন নবজাতক আজ পেল নতুন পরিবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই তিন নবজাতককে পৃথক তিনটি নিঃসন্তান দম্পতির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করেন।
ওয়ার্ল্ড প্রিম্যাচুরিটি ডে-২০২৫ উপলক্ষ্যে বুধবার সকালে বাংলাদেশ নবজাতক হাসপাতালে আয়োজিত এই তিন নবজাতক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মজিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু। এ সময় নবজাতক হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা সুলতানা আসমা, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ মজিবুর রহমান ও বাংলাদেশ নবজাতক হাসপাতালের এ্যাসিস্টেন্ট ডাইরেক্টর, মেঘনা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডা. মজিবুর রহমান জানান, মুগ্ধকে উদ্ধার করা হয়েছিল ১১ মাস আগে। জন্মের সময় তার ওজন ছিল মাত্র ৭শ’ গ্রাম। আর ৫ মাস আগে উদ্ধার করা ফারিস্তার ওজন ছিল ৯শ’ গ্রাম। জোহরানকে এক মাস আগে উদ্ধার করা হয়। এই তিনজনই জন্মের সময় মারাত্মকভাবে অসুস্থ ছিল। পরবর্তীতে বাংলাদেশ নবজাতক হাসপাতালের চেয়ারম্যান মাহমুদা সুলতানা আসমা নবজাতক তিনটির সুচিকিৎসার দায়িত্ব নেন। ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সেখানে সার্বিক সেবা-সুশ্রষায় নবজাতক তিনটি আজ সম্পূর্ণ সুস্থ ও প্রাণবন্ত। আজ তারা নতুন পরিবারের কাছে নিরাপদ ভবিষ্যত পেতে চলেছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনার জন্য ডা. মজিবুর রহমানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এই তিন পথনবজাতককে হস্তান্তর অনুষ্ঠান নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ উপহার। তিনি ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের আগামীর পথচলায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে দত্তকপ্রাপ্ত দম্পতিরা বলেন, তারা নিজ সন্তানের মত আদর, স্নেহ ও ভালোবাসায় তাদের লালন-পালন করে সুশিক্ষায় শিক্ষিত করে তুলবেন।
প্রসঙ্গত, ডা. মজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টা গড়ে ওঠা ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন আজ মুগ্ধ, জোহরান ও ফারিস্তাকে দত্তক প্রদানের মধ্য দিয়ে ৫০তম পথ নবজাতক হস্তান্তরের মাইলফলক পার করেছে।