হোম > জাতীয়

খালেদা জিয়ার মৃত্যুতে ফ্যাসিস্ট হাসিনার দায় আছে: আইন উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি : আমার দেশ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনারও দায় রয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ড. আসিফ নজরুল বলেন, বেগম খালেদা জিয়াকে গত ফ্যাসিস্ট আমলে জেলখানায় বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছিল। নির্যাতন করেই তার জীবন বিপন্ন করে দেওয়া হয়েছে। তা নাহলে আমরা হয়তো তাকে এত তাড়াতাড়ি হারাতাম না। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, বেগম জিয়ার এই মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার ছিল, অবশ্যই তার দায় রয়েছে।’

এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। বৈঠকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।

মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাবন্দি করার বিবরণ তুলে ধরে আইন উপদেষ্টা বলেন, গোটা বিশ্ব দেখেছে খালেদা জিয়াকে কীভাবে একটি মিথ্যা ও প্রহসনমূলক রায়ে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছিল। ওই রায় ছিল সম্পূর্ণ সাজানো। চূড়ান্ত রায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেটাই বলেছেন।

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

খালেদা জিয়ার মৃত্যুতে লেবার পার্টির শোক

খালেদা জিয়ার মৃত্যুতে নাগরিক ছাত্র ঐক্যের শোক

খালেদা জিয়া: আপসহীনতার এক অনন্য অধ্যায়

খালেদা জিয়ার জীবন ছিল সংগ্রামের এক মহাকাব্য: মামুনুল হক

৪৩ বছরের রাজনৈতিক জীবনে খালেদা জিয়া ছিলেন অপরাজেয়

খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনীতিতে গভীর শূন্যতা সৃষ্টি করবে: সাকি

খালেদা জিয়ার জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব

খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন: জামায়াত আমির

স্লো পয়জনিং করা হয়েছিল খালেদা জিয়াকে