হোম > রাজনীতি

আমজনতার দলের সদস্য হয়ে মনোনয়নপত্র সংগ্রহ আ.লীগ নেতার

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য ওবায়দুল হক। ছবি : আমার দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসন থেকে আমজনতার দলের সদস্য হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হাজী ওবায়দুল হক। মঙ্গলবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

মনোনয়নপত্র সংগ্রহের বিষয় জানতে চাইলে ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক অর্থ সম্পাদক ওবায়দুল হক বলেন, ‘বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এজন্য আওয়ামী লীগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নেই। তাই বাধ্য হয়ে আমজনতার দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি।’

দল পরিবর্তন করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল হক বলেন, জেলা আওয়ামী লীগের সদস্য আছি ঠিক আছে, তবে আপাতত আমি আমজনতার দলের সদস্য। এই দলের হয়ে নির্বাচনে প্রার্থী হব।

আমজনতার দল ফেনী জেলা শাখার আহ্বায়ক আশিষ দত্ত বলেন, ফেনীর তিনটি আসনের মধ্যে দুটিতে দলীয়ভাবে প্রার্থী দেওয়া হয়েছে। এর মধ্যে ফেনী-১ আসনে ফরহাদ চৌধুরী এবং ফেনী-২ আসনে ওবায়দুল হক প্রার্থী হচ্ছেন। ওবায়দুল হক এরই মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ফেনী-১, ফেনী-২ ও ফেনী-৩ আসনে মঙ্গলবার বিকেল পর্যন্ত ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে ফেনী-১ আসনে ৭ জন, ফেনী-২ আসনে ১১ জন এবং ফেনী-৩ আসনে ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বাংলাদেশের রাজনীতির ইতিহাস প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস

নতুন বাংলাদেশ নিয়ে তরুণদের ভাবনা জানবেন জামায়াত আমির

দেশব্যাপী যে নতুন কর্মসূচি দিল ইনকিলাব মঞ্চ

রাজনৈতিক সন্ত্রাসীরা সরকারকে জিম্মি করে ফেলেছে

প্রধান উপদেষ্টার প্রেস বার্তায় কওমি মাদরাসাকে হেয় করায় নিন্দা

১৪ ঘণ্টায় সাড়ে ২৩ লাখ টাকা পেলেন তাসনিম জারা

কোনো নিরীহ সমালোচনাকারীকে গ্রেপ্তার-হয়রানি করা যাবে না: হেফাজতে ইসলাম

চীনা দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্সের সঙ্গে ইসলামী আন্দোলনের বৈঠক

চার আসনে খেজুর গাছে ভোট চাইলেন মির্জা ফখরুল

উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি ও বেআইনি গ্রেপ্তার বন্ধ করতে হবে