হোম > জাতীয়

হাদির কিছু হলে সেদিনই সরকারের শেষদিন হবে : ইনকিলাব মঞ্চ

স্টাফ রিপোর্টার

হাদির কিছু হলে সেদিনই অন্তর্বর্তী সরকারের শেষদিন হবে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চ-এর সদস্য সচীব আবদুল্লাহ আল জাবের।

রোববার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে ইনকিলাব মঞ্চের জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আবদুল্লাহ আল জাবের বলেন, আমরা ৪৮ ঘণ্টা সময় দিয়েছিলাম। আপনারা এই ৪৮ ঘণ্টার মধ্যে ওসমান হাদিকে গুলি যারা করেছে তাদেরকে গ্রেপ্তার করতে পারেন নাই। সুতরাং আমরা ইনকিলাব মঞ্চ থেকে বলতে চাই— আল্লাহ না করুক ওসমান হাদির যদি কিছু হয়ে যায়, সে নিঃশ্বাস বন্ধ করে-সেইদিন এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিন হবে।

হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, আমরা চুপ রয়েছি এর জন্য আপনারা মনে করবেন না যে ওসমান হাদি শুধু একা। বাংলাদেশের ১৮ কোটি জনতা এখন ওসমান, ওসমান হাদি বলেছে। স্লোগান দেয় যে, আমরাই ওসমান হাদি। সুতরাং আপনার এই ক্ষমতা, আপনার এই রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার জন্য অতিদ্রুত যারা এর পিছনে দায়ী রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করা হোক।

এসময় আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, অত্যন্ত নিন্দনীয় একটা ব্যাপার হচ্ছে যে আমাদের আইনজীবীরা বাংলাদেশের প্রেক্ষাপটে তারা আসলে এই পেশাটাকে যে কীভাবে গ্রহণ করে আমি জানি না। তারা মনে করে যে টাকার কাছে মানবতা বিক্রি করে দেয়া যায়। টাকার কাছে রাষ্ট্রকে বিক্রি করে দেয়া যায়। নয়তো তার মতো একজন সিরিয়াল কিলারকে কীভাবে তারা এই জামিন দিল-যে অস্ত্র মামলায় অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে।

গণমাধ্যমের উদ্দেশে ইনকিলাব মঞ্চ সদস্য সচিব বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিনষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখবেন। মিডিয়াগুলোতে আপনারা যাদেরকে আমন্ত্রণ জানান, তাদেরকে আমরা দেখি যে একজন মানুষ হসপিটালের বিছানায় পড়ে আছে-আর তাকে নিয়ে তারা উল্লাস প্রকাশ করছে। এই ধরনের মানুষকে আপনারা যখন টকশোতে আমন্ত্রণ জানান, তখন আপনাদের প্রতি আমাদের কিছু বলবার থাকে না-শুধু ধিক্কার জানাতে ইচ্ছা হয়। আমরা আর এই ধিক্কার জানাতে চাই না। আমরা মনে করি আপনারা যাদেরকে এই টকশোগুলোতে আমন্ত্রণ জানান -আপনাদের অবশ্যই এই ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন। কারণ মানবাধিকার শুধু মানুষের জন্য, কোনো পশুর জন্য কোনো মানবাধিকার নাই। দেশের মানুষ এদের কথা গণমাধ্যম থেকে জানতে চায় না।

বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

বুদ্ধিজীবী হত্যার ধারাবাহিকতায় মুজিববাদ প্রতিষ্ঠিত হয়: নাঈম আহমাদ

জনসংযোগকালে আহত হান্নান মাসউদ

হাদিকে গুলি: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করায় মামলা

বুদ্ধিজীবী হত্যা ছিল স্বাধীনতাবিরোধী শক্তির পরিকল্পিত নীলনকশা

বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভারতীয় সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার ষড়যন্ত্রের অংশ

আমরা রক্ত দেবো কিন্তু জুলাই দেবো না: সাইফুল আলম

দেশকে মুক্তিযুদ্ধের বিপরীত ধারায় ঠেলে দেওয়ার চেষ্টা চলছে: সাইফুল হক

গ্রেপ্তার হওয়া আসামিকে চিহ্নিত করা যাচ্ছেনা, বিশ্বাসযোগ্য নয়

জনগণের সমস্যার সমাধানের প্রতিশ্রুতি হামিদুর রহমানের