হোম > রাজনীতি

রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ দল হিসেবে বিএনপি সমর্থন পাওয়ার যোগ্য

অনুষ্ঠানে নজরুল ইসলাম খান

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ দল হিসেবে আগামী নির্বাচনে বিএনপি সমর্থন পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ১ কোটি কর্মসংস্থানের কথা বুঝেশুনেই বলেছে তার দল।

সোমবার তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) অভিষেক ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর কারওয়ানবাজারে তিতাস গ্যাস প্রধান কার্যালয়ের অডিটরিয়ামে এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে নজরুল ইসলাম খান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। দেশপ্রেমিক ও অভিজ্ঞ দল হিসেবে বিএনপি সেই নির্বাচনে অংশ নিচ্ছে। যেকোনো কাজেই অভিজ্ঞতা চাওয়া হয়। অভিজ্ঞতা ছাড়া কোনো যন্ত্রও চালানো যায় না। আর রাষ্ট্র হলো একটা স্টেট মেশিন। বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ও কর্মকাণ্ড সবদিক থেকেই এগিয়ে। বাংলাদেশের গুণগত পরিবর্তন ও বড় বড় সংস্কার করেছে বিএনপি। সে কারণেই বিএনপি সমর্থন পাওয়ার যোগ্য।

এ সময় তিতাস গ্যাসের সিস্টেম লস কমিয়ে আনার আহ্বান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, অযোগ্য, অদক্ষ লোকের কারণে সিস্টেম লস হয়। অনুষ্ঠানে নেতাকর্মীদের দেওয়া বক্তব্যে উঠে আসা এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, বিএনপি ১ কোটি কর্মসংস্থানের ঘোষণা বুঝেশুনেই দিয়েছে। এ নিয়ে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা ও অভিজ্ঞতা রয়েছে। সেটা সমৃদ্ধ। আমরা যে প্রতিশ্রতি দিই, সেটা জনকল্যাণে দেশের কল্যাণে। আমরা মনে করি দায়িত্ব নেওয়ার ১ থেকে দেড় বছরের মধ্যে এই ১ কোটি কর্মসংস্থান করতে পারব। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল থেকে বিএনপির সময়ে বিভিন্ন খাতে কর্মসংস্থানের দৃষ্টান্ত তুলে ধরেন তিনি।

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি খন্দকার জুলফিকার মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসেনের বিশেষ সহকারী ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনে বিএনপির মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সাইফুল আলম নীরব, তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ প্রমুখ।

সিলেট-৬ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবি

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন সহিংসতায় যেতে পারে

ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা জামায়াত আমিরের

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

লুটেরা ও আগ্রাসী অর্থনৈতিক ব্যবস্থার কারণে অবহেলিত শিক্ষা খাত

মিথ্যা তথ্য প্রচারে ছাত্রশিবিরের প্রতিবাদ

বিএনপি বিশ্বাস করে সুষ্ঠু নির্বাচনের আয়োজন হবে: রিজভী

দ্বিতীয় দিনের মতো চলছে এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার

জামায়াতের প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রায় নিষেধাজ্ঞা

রাজনৈতিক দলগুলো সাংবাদিকদের পকেটে নিতে চায় না, সাংবাদিকরাই ঢুকে যায়