হোম > রাজনীতি

কুষ্টিয়া জেলা জামায়াত আমিরের মৃত্যুতে ডা. শফিকুর রহমানের শোক

স্টাফ রিপোর্টার

জামায়াত আমির ডা. শফিকুর রহমান এবং দলটির কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। ফাইল ছবি

জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সোমবার গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি এই শোক প্রকাশ করেন।

কেন্দ্রীয় প্রচার বিভাগ জানায়, মাওলানা আবুল হাশেম একটি প্রোগ্রামে বক্তব্য দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার বিকেল সোয়া ৪টায় ৫৮ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ছেলে ও মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মঙ্গলবার সকাল ৯টায় কুষ্টিয়া হাউজিং ডি ব্লক, চান্দাগাড়া ঈদগাহ ময়দানে মরহুমের প্রথম জানাজা এবং বেলা ১১টার দিকে জেলার মিরপুর ফুটবল মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে ওয়াপদা কবরস্থানে দাফন করা হবে।

জামায়াত আমির তার শোকবাণীতে বলেন, অধ্যাপক মাওলানা আবুল হাশেম একজন আদর্শবান, নিষ্ঠাবান ও সংগ্রামী ইসলামী ব্যক্তিত্ব। দ্বীনের পথে তার অবদান, ত্যাগ ও নেতৃত্ব সংগঠনের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি দ্বীনের কাজে নিয়োজিত থেকে দুনিয়ার সফর শেষ করলেন। তিনি ছাত্রজীবন থেকেই ইসলামী আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। তার ইন্তেকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ দাইকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তার অনেক অবদান রয়েছে। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে জামায়াত আমির আরো বলেন, আল্লাহ তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চার দিনের কর্মসূচি শিবিরের

শাকসু নির্বাচন চাওয়ায় আজীবন বহিষ্কার শাবিপ্রবি ছাত্রদল নেতা

জামায়াতের নির্বাচনি অফিস ও মাদ্রাসার বাসে আগুন, ডা. তাহেরের তীব্র নিন্দা

তারেক রহমানের সঙ্গে ১১ দেশের কূটনীতিকের বৈঠক

বিএনপির একই প্রার্থীকে দ্বিতীয়বার শোকজ

জামায়াতের মহিলা সমাবেশে নাহিদ ইসলাম

দুই আসনে নির্বাচনের ঘোষণা মান্নার

গাইবান্ধায় বিএনপির ৩ নেতাকে বহিষ্কার

তারেক রহমানের সঙ্গে ইইউভুক্ত রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

আসাদের আত্মত্যাগ গণতন্ত্র রক্ষার সংগ্রামে অনুপ্রেরণা হয়ে থাকবে