হোম > রাজনীতি

বিএনপিকেই একদিন পিআর পদ্ধতির দাবি তুলতে হবে

রাশেদ প্রধান

স্টাফ রিপোর্টার

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে, পিআর না বুঝা বিএনপিকেই একদিন পিআর পদ্ধতির নির্বাচনের দাবি তুলতে হবে। তিনি বলেন, জুলাই সনদে যারা নোট অফ ডিসেন্ট দিয়ে ক্ষমতায় আসতে চায় তাদের দ্বারা সংস্কার নয় বরং পুরনো বন্দোবস্ত নতুন করে কায়েম হবে।

বুধবার সকালে জাগপার পল্টনস্থ কার্যালয়ে ৭ দাবি আদায়ে ১২ দিনের কর্মসূচি সফলের লক্ষে আয়োজিত সাংগঠনিক সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, আমি আশ্চর্য হয়ে লক্ষ করছি কিছু রাজনীতিবিদ পিআর পদ্ধতি বুঝতে পারে না বলে ক্রমাগত মন্তব্য করছে। তারা যেই শিক্ষাঙ্গনে শিক্ষা গ্রহণ করেছেন সেখানে অংক ছিল না? পিআর পদ্ধতির শতাংশ না বুঝা নেতারা স্কুলে অঙ্ক করে নাই? বিএনপি একসময় তত্ত্বাবধায়ক সরকার বুঝতেন না, পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছে। ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে, পিআর না বুঝা বিএনপিকেই একদিন পিআর পদ্ধতির নির্বাচনের দাবি তুলতে হবে।

জাগপা মুখপাত্র বলেন, সম্প্রতি প্রফেসর ইউনূস বিদেশের মাটিতে সাক্ষাৎকারে বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, শুধু তাদের কার্যক্রম স্থগিত করেছি। দল হিসেবে তারা বৈধ, যেকোনো সময় তাদের কার্যক্রম সচল করা যেতে পারে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে ক্ষমতার মসনদে বসা ইউনূস সাহেবের অধিকার নাই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার। কথাবার্তা পরিষ্কার, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলের অপরাজনীতি নিষিদ্ধ করতে হবে। হিন্দুস্তানি আধিপত্যবাদ ও আগ্রাসন রুখে দিতে হবে।

এ সময় আরো বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. সফিকুল ইসলাম, হাজী মো. হাসমত উল্লাহ, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার প্রমুখ।

বিএনপির বিদ্রোহী প্রার্থী রইল অর্ধশতাধিক আসনে

এনসিপি নেতাদের রাজনীতি শেখার উপদেশ দিলেন মির্জা আব্বাস

ঢাকা-১৫ আসন নিয়ে যা বললেন জামায়াত আমির

মিরপুরে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

জাতীয় পার্টি গণভোটকে প্রত্যাখ্যান করবে

রাজনৈতিক হীনমন্যতা থেকে বিএমডিসিকে দিয়ে শোকজ: ডা. খালিদুজ্জামান

বাংলাদেশের বড় সমস্যাগুলোর অন্যতম হলো নীতিগত বিকৃতি

জোটে ১১ আসন পেলেও ৯ টিতে প্রার্থী প্রত্যাহার করেনি খেলাফত মজলিস

মাহমুদা মিতুর মনোনয়ন প্রত্যাহার, জামায়াতকে সমর্থনের ঘোষণা

মিরপুরে জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপির হামলা