হোম > রাজনীতি

আ.লীগকে যারা নির্বাচনে চায় সেই গাদ্দারদের চিনতে হবে

মানিকগঞ্জে জুলাই গণ-সমাবেশে ব্যারিস্টার ফুয়াদ

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেয়া

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, সমাজে ঘাপটি মেরে থাকা মীর জাফরদের চিনতে হবে। যারা আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে চায় সেই গাদ্দারদের চিনতে হবে।

শুক্রবার বিকেলে মানিকগঞ্জ শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে আয়োজিত জুলাই গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফুয়াদ বলেন, আগামীতে কারা কারা আওয়ামী লীগকে নির্বাচনে চায়, জাতীয় পার্টিকে নির্বাচন আনতে চায়, এস এ আলমের টাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় ও ১৪শ শহিদের রক্তের সাথে গাদ্দারী করতে চায়; সেই গাদ্দারদের চিনতে হবে।

তিনি বলেন, আমাদের মোদ্দা কথা হচ্ছে বাংলাদেশ স্বার্থে শত্রুপক্ষের সঙ্গে কোন আপোষ হবে না। দিল্লির আধিপত্য প্রশ্নে কোন আপোষ হবে না। এ ব্যাপারে বাংলাদেশের স্বার্থে আমরা কোন ছাড় দেব না।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, এস আলমের টাকা শুধু শেখ হাসিনা খায় না। বর্তমানের দেশের অনেক রাজনৈতিক দলের নেতারা এস আলমের টাকায় ব্যবসা করছে ও খাচ্ছেন। ওই টাকায় বিদেশে তাদের ছেলে মেয়েদের পড়াচ্ছেন। এ জায়গায় মাথায় রাখতে হবে ১৭৫৭ সালে ২৩ জুন কিভাবে স্বাধীন নবাবের পতন ঘটেছিল। কারা কারা আজ আমার আপনার মধ্যে বাস করে মীর জাফর, উমিচাঁদ, ঘোষেটি বেগম ও জগৎশেটের মত কাজ করছে তাদের চিহ্নিত করতে হবে।

মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না

শোষণ ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে হবে: হাবিব

হাদি ইস্যুতে সর্বদলীয় প্রতিরোধ সভায় বিএনপি ছিল না কেনো

তারেক রহমানের জন্য বাসভবন ও অফিস প্রস্তুত

মহান বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানালো ডিআরইউ

সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: গোলাম পরওয়ার

রাজধানীতে এনসিপির আগ্রাসনবিরোধী যাত্রা শুরু

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রিল মেকিং প্রতিযোগিতা

একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ

৫০ এমপি প্রার্থীকে হত্যা করবে আওয়ামী লীগ: রাশেদ খান