জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির, ঢাকা-৮ আসনের প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জুলাই সনদে স্বাক্ষর কেবল আনুষ্ঠানিকতা; এটি বাস্তবায়নের বিকল্প নেই।
শনিবার বিকেলে ঢাকা-৮ সংসদীয় এলাকার পল্টনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে পরিচালিত গণসংযোগের আগে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. হেলাল উদ্দিন বলেন, সনদে স্বাক্ষর করে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম সমর্থনের অঙ্গীকার করেছে। এখন সরকারের দায়িত্ব যেই সংস্কারগুলো এখনই বাস্তবায়ন করা যায় এবং বাস্তবায়ন করা জরুরি সেই সংস্কার গুলো দ্রুত বাস্তবায়ন করে জুলাই বিপ্লবের সুফল জনগণের সামনে তুলে ধরা।
তিনি বলেন, গণহত্যার বিচার দৃশ্যমান এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরের মধ্যেই গণভোট সম্পন্ন করা জরুরি। তবে অবশ্যই গণভোটের ব্যালটে ‘সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি’ প্রস্তাব অন্তর্ভুক্ত থাকতে হবে।
পল্টন থানা আমির শাহীন আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন সাবেক কমিশনার খন্দকার আব্দুর রব, পল্টন থানা নায়েবে আমির অ্যাডভোকেট মারুফুল ইসলাম, থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা। সভা শেষে ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে পল্টন-বিজয়নগর এলাকায় ব্যাপক গণসংযোগ অভিযান চলে।
এর আগে রমনা থানার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. হেলাল উদ্দিন।