তফসিল ঘোষণার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের ভিত্তিপ্রস্তর রচিত হয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুর।
বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পর প্রতিক্রিয়া জানতে চাইলে আমার দেশকে তিনি একথা বলেন।
নুরুল হক বলেন, বাংলাদেশের মানুষের বহুল প্রতীক্ষার নির্বাচনের তফসিল ঘোষণা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। এ তফসিল ঘোষণার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের ভিত্তিপ্রস্তর রচিত হয়েছে বলে আমরা মনে করি।
তিনি বলেন, এই সরকারের প্রধান তিনটি দায়িত্ব ছিল বিচার, সংস্কার ও নির্বাচন। আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানে যারা গণবিরোধী অবস্থান নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা, মামলা ও হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের বিরুদ্ধে বিচার চলছে। সেইসাথে যেই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছে- সেই রাষ্ট্র ব্যবস্থার সংস্কারে বিভিন্ন রাজনৈতিক দলের আলাপ-আলোচনায় একটি জুলাই সনদ গৃহীত হয়েছে। এর পরের ধাপ হলো গণতান্ত্রিক সঙ্কট উত্তরণের নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমেই আগামীর বাংলাদেশ গঠিত হবে। সরকার এখন সেই নির্বাচনেরই তফসিল ঘোষণা করেছে। সেজন্য তফসিলকে স্বাগত জানিয়ে তাদের ধন্যবাদ জানাই।