হোম > রাজনীতি

জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজদের ঘুম হারাম হয়ে যাবে

সমাবেশে ড. হেলাল উদ্দিন

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির (ঢাকা-৮ আসনের প্রার্থী) অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাসী-চাঁদাবাজদের ঘুম হারাম হয়ে যাবে।

তিনি বলেন, সন্ত্রাসী-চাঁদাবাজরা ক্ষমতায় আসলে ব্যবসায়ীদের ঘুম হারাম হবে, মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা আর অগ্রযাত্রা দেখে সন্ত্রাসী-চাঁদাবাজরা এখন নানারকম অপপ্রচার চালাচ্ছে। তারা জামায়াতে ইসলামীকে নিঃশেষ করতে ফ্যাসিবাদ আওয়ামী লীগের ভূমিকায় আর্বিভূত হচ্ছে।

তিনি শনিবার রাতে জামায়াতে ইসলামী রমনা থানা কর্তৃক আয়োজিত কর্মজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তবে যতই ষড়যন্ত্র আর চক্রান্ত করা হোক না কেন জামায়াতে ইসলামী নিঃশেষ করা যাবে না। কারণ জামায়াতে ইসলামী দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করে। জামায়াতে ইসলামী ক্ষমতার জন্য নোংরা রাজনীতি করেনি, করবেও না। জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে এদেশে ইসলামী সমাজ বিনির্মাণ করতে চায়।

ড. হেলাল উদ্দিন বলেন, অতীতে সব দল দেখা শেষ এবার নতুন বাংলাদেশ গড়তে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত মানবিক সংগঠন জামায়াতে ইসলামীকে দেখতে হবে। জামায়াতে ইসলামী জাতিকে দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত এক নতুন বাংলাদেশ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। জামায়াত ক্ষমতায় গেলে দেশকে ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব মুক্ত করে এক সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে বিশ্বের সামনে উপস্থাপন করবে। যারা ৫ বছর ক্ষমতায় থেকে প্রতিবছর দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ান করেছে তাদের নেতৃত্বে দেশ পরিচালিত হতে পারে না।

এরা আবার ক্ষমতায় বসতে পারলে দেশকে দেউলিয়া করে দিবে। যাদের অতীত ইতিহাস দুর্নীতি, সন্ত্রাস আর চাঁদাবাজ তারা আগামীতে আরও ভয়ঙ্কর ভাবে জাতির ঘাড়ে চেপে বসবে। তাই এদের সুযোগ দেওয়া যাবে না। এদের বিরুদ্ধে পাড়া-মহল্লায়, গ্রাম-গঞ্জে, হাটে-বাজারে, শহর-বন্দরে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ৫ আগস্ট পরবর্তী এদের দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি সন্ত্রাসীদের পুরো জাতি অতিষ্ঠ।

ঢাকা-৮ সংসদীয় এলাকাকে নতুন বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যত্যয় করে স্থানীয়দের জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে একটি নিরাপদ ও বাসযোগ্য মানবিক শহর উপহার দেওয়াই জামায়াতে ইসলামীর অঙ্গীকার। জুলাইয়ের শহীদদের স্বপ্নের বৈষম্যহীন কল্যাণ ও মানবিক নতুন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন দিতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মহানগরীর সহকারী প্রচার সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সাত্তার সুমন বলেন, আগামীর বাংলাদেশ ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। আজকের সমাবেশে ব্যবসায়ীদের উপস্থিতি প্রমাণ করে জামায়াতে ইসলামীর প্রতি ব্যবসায়ী সমাজের সমর্থন।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও রমনা থানা আমীর মো. আতিকুর রহমানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. ফারুক হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত প্রীতি সমাবেশে রমনা থানা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার সহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার রায়ে স্বচ্ছতা ও ন্যায় বিচার দাবি মির্জা ফখরুলের

তানভীর আহমেদ রবিনের দিনভর গণসংযোগ

আল্লাহর গজবের কারণেই হাসিনা ক্ষমতা হারিয়েছেন: কাদের সিদ্দিকী

ঢাকা ও কুমিল্লা থেকে আ. লীগের আরও ৫৪ নেতাকর্মী গ্রেপ্তার

গণতন্ত্রের লড়াইয়ে মওলানা ভাসানী পথপ্রদর্শক

হাসিনার রায়ের দিন মাঠে থাকবে জামায়াতসহ আট দল

বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাঙ্গনে খেলাধুলা–সংস্কৃতি বাধ্যতামূলক হবে

একই দিনে গণভোট নিয়ে ব্যাখ্যা দাবি ৮ দলের

বাংলাদেশের সংসদে তোমার মতো একজন এমপি দরকার

হাসিনার রায় ঘোষণা নিয়ে অরাজকতা করলে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে