জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনি শৃঙ্খলার স্বার্থে সহাবস্থান নিশ্চিত করতে হবে। হামলার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। নির্বাচনের মাধ্যমে দেশটাকে শৃঙ্খলার দিকে নিয়ে যেতে হবে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুরের উত্তর কাফরুল হাইস্কুলে গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, দুটি জিনিস আমরা চেষ্টা করব এসার্ট করার। একটা মোরাল এডুকেশন, আরেকটা প্রফেশনাল এডুকেশন। দেশে এ দুটিরই এখন দারুণ অভাব। ফলে আমাদের ছেলে-মেয়েরা পড়াশোনা শেষ করছে ঠিকই, সঙ্গে সঙ্গে তাদের হতাশা পেয়ে বসছে। তারা দুনিয়ার কোথাও নিজেদের ভালোভাবে ফিট করতে পারছে না। তাদের ল্যাঙ্গুয়েস্টিক কিংবা প্রফেশনাল স্কিল নাই।’
তিনি আরও বলেন, ১৮ কোটি মানুষের সন্তানের জন্য শিক্ষার দুটি দিক কাভার করতে হবে। যদি দুই দিক কাভার করা যায়, তাহলে দেশে কিংবা প্রবাসে যেখানেই আমরা থাকি না কেন, সাবস্টেন্সিয়ালি কন্ট্রিবিউট করতে পারব। তখন আমরা গর্বিত নাগরিক হিসেবে পরিচয় দিতে পারব।