জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিএনপির আলোচনা সভায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সমঝোতা প্রস্তাব করেছেন। তিনি বলেন, ‘৩০০ আসনের মধ্যে ১৫০ আসনে বিএনপি জোট ও জামায়াত জোট সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেবেন। বাকি ১৫০ আসন থাকবে উন্মুক্ত। যে ১৫০ আসনে সমঝোতা হবে তাতে বিএনপি জোট ১০০ আসনে এবং জামায়াত জোট ৫০ আসনে সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেবেন। বাকি ১৫০ আসনে সবাই সবার মতো করে প্রার্থী দেবেন।’
বুধবার বিকালে বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্যকালে মজিবুর রহমান মঞ্জু এ প্রস্তাব রাখেন।
সভায় নির্বাচনের প্রতি জোর দেন গণঅধিকার পরিষদ সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আরেকটি ওয়ান-ইলেভেন হবে বলে সতর্ক করেন।
এতে গণফোরাম সভাপতি সুব্রত চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের প্রমুখ বক্তব্য দেন।