অতীতে কোনো সরকার জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির, ঢাকা-৮ আসনের প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।
শুক্রবার জামায়াতে ইসলামী শাহবাগ পূর্ব থানার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. হেলাল উদ্দিন বলেন, মানুষের মৌলিক অধিকারের অন্যতম একটি স্বাস্থ্য সেবা। কিন্তু জনগণের স্বাস্থ্য সেবা তো রাষ্ট্র নিশ্চিত করেনি বরং স্বাস্থ্যখাতকে সরকার দলীয় লোকজন ধ্বংস করে দিয়েছে। স্বাধীনতা পরবর্তী বিগত ৫৪ বছরে যেই দল যখন ক্ষমতায় বসেছে ওই দলের দুর্নীতি-লুটপাটের কারণে মানুষ নাগরিক হিসেবে তার মৌলিক অধিকার নিশ্চিত হয়নি।
তিনি বলেন, জামায়াতে ইসলামী কখনো ক্ষমতার মসনদে না বসলেও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিগত ৫৪ বছর সংগ্রাম চালিয়ে আসছে। শুধু সংগ্রাম করেই জামায়াত থেমে যায়নি। দলটি সমাজ সংস্কার ও সমাজসেবা মূলক ব্যাপক ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আসছে। যেখানেই দুর্যোগ-র্দুদিন, সেখানেই জামায়াত সবার আগে ছুঁটে যায়। মানুষের প্রয়োজনেই জামায়াতে ইসলামীর রাজনীতি।
শাহবাগ পূর্ব থানা আমির আহসান হাবীবের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. নুরুন্নবী রায়হানের পরিচালনায় সেগুনবাগিচায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ড. ফোরামের সহ-সভাপতি ডা. মো. তোফাজ্জল হোসেন, সেগুনবাগিচা সোসাইটির সিনিয়র সহ-সভাপতি এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট গিয়াসউদ্দিন মিঠু, মহানগরী পেশাজীবি নেতা সরদার আব্দুল কাদের, পল্টন নাগরিক ফোরামের সভাপতি মো. ওবায়ল্লাহ, স্বাস্থ্য বিভাগের নির্বাহী কর্মকর্তা মো. আবুল খায়ের, শাহবাগ পূর্ব থানা সহকারী সেক্রেটারি আব্দুল মুনিম খানসহ অন্যান্য নেতারা।
অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করা হয়।