হোম > রাজনীতি

বিএনপির ৫৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার

আবেদনের পরিপ্রেক্ষিতে ৫৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার, বরগুনা জেলার বেতাগী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হক দুলাল, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য মো. শফী খান, মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলা যুবদলের সাবেক সদস্য মো. মাহবুবুর রহমান বাচ্চু, কেন্দ্রীয় শ্রমিকদলের সদস্য ফয়েজ আহমেদ লিটন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. শাহজাহান মোল্লা, ফরিদপুর জেলার সদরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ বেপারী, কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিয়ার তালুকদার, চরভদ্রাসন উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জানে আলম ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা ফারুক আহম্মেদসহ মোট ৫৫ জন নেতাকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

রাজশাহী মহানগর, নাটোর, শেরপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, চট্টগ্রাম দক্ষিণ জেলা, কক্সবাজার পৌরসভা, রাঙ্গামাটি, গাজীপুর মহানগর, সিলেট জেলা, পটুয়াখালী, ভোলা ও অন্যান্য এলাকার নেতাদের মধ্যেও রয়েছেন এই তালিকাভুক্ত ব্যক্তিরা। দলীয় সিদ্ধান্ত মোতাবেক তারা পুনরায় প্রাথমিক সদস্যপদ ফিরে পেয়েছেন এবং সব পর্যায়ের পদ স্থায়ীভাবে বহাল হয়েছে।

এ ছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে স্থগিত হওয়া পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৩ নম্বর আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাদার পদস্থগিতাদেশও আবেদনের প্রেক্ষিতে প্রত্যাহার করা হয়েছে।

এসআর

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ পুনর্বিবেচনার আহ্বান এনসিপির

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবি শিবিরের

কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় নারী সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে

মির্জা আব্বাসের বিপক্ষে মনোনয়ন নিলেন সেই রিকশা চালক

তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদের ভিত্তিতে গঠন করতে হবে: এনসিপি

কেয়ারটেকার পুনর্বহালে গণতন্ত্র ইতিবাচক ধারায় ফিরবে

গোপালগঞ্জ–২ আসনের প্রার্থী পরিবর্তন করতে তারেক রহমানের নেতাকর্মীদের চিঠি

নির্বাচনে সেনাবাহিনীর পূর্ণ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োজন

এখনই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: ড. হেলাল উদ্দিন

একমাত্র ইসলামই সকল মানুষের অধিকার নিশ্চিত করতে পারে