আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহের সময় এক সপ্তাহ বাড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আগের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়ন ফরম সংগ্রহের শেষদিন ছিল। এদিন বিকালে মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে সংবাদ সম্মেলন করার কথা থাকলেও তা বাতিল করা হয়। পরে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়ন ফরম সংগ্রহের সময় ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানোর কথা জানানো হয়।
এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অথবা nomination.ncpbd.org ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন সংগ্রহ করা যাবে।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এক ফেইসবুক বার্তায় বলেন, অনেকেই এনসিপির মনোনয়ন আবেদন সংগ্রহ করার ইচ্ছা করলেও নানান কারণে পারেননি। সেই পরিপ্রেক্ষিতে সময় এক সপ্তাহ বাড়ানো হয়েছে।