তারেক রহমানের প্রত্যাবর্তন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আজ ভোর ৬টা থেকে উত্তরা থেকে মহাখালী পর্যন্ত মূল সড়ক বন্ধ রাখা হয়েছে। তারেক রহমান বিমানবন্দর এলাকা ত্যাগ করার পর এই সড়ক পুনরায় খুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
উত্তরা পূর্ব জোনের হাউজ বিল্ডিং এলাকার টিআই পুলিশ ইন্সপেক্টর জিয়াউল হাসান বিষয়টি নিশ্চিত করে আমার দেশকে বলেন, নিরাপত্তা ও জনসমাগমের কারণে সাময়িকভাবে এই রুটে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
তিনি জানান, বিকল্প হিসেবে ডিয়াবাড়ি–মিরপুর রুট ব্যবহার করতে বলা হয়েছে। সকাল থেকেই আবদুল্লাহপুর-হাউজবিল্ডিং এলাকায় কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। ট্রাফিক বিভাগ বিকল্প সড়কে যানবাহন নিয়ন্ত্রণে অতিরিক্ত জনবল মোতায়েন করেছে।