শেখ হাসিনার রায়ে এবি পার্টি
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ রায়কে শোষকের বিরুদ্ধে শোষিতের বিজয়ের ইতিহাসের পূর্ণতার সত্যায়ন হিসেবে উল্লেখ করেছে আমার বাংলাদেশ এবি পার্টি।
সোমবার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির চেয়ারম্যান এমন মন্তব্য করেন।
দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন; ‘অহংকার পতনের মূল’ ‘সত্য সমাগত মিথ্যা অপসৃত’ ‘চোরের দশদিন গৃহস্থের একদিন’— এসব কে যারা এতদিন শুধু “নীতিবাক্য”মনে করতেন, বা মনকে ‘প্রবোধ দেয়ার শব্দ-গুচ্ছ’ ভাবতেন। তারা আজ বুঝতে পারছেন এসব নীতিবাক্য বার বার ঐতিহাসিকভাবে সত্য প্রমাণিত। মনে রাখতে হবে এসব শব্দ-গুচ্ছ শুধু অতীত জালেমদের জন্য নয় ভবিষ্যতে যদি কেউ জালেম হোন তাদের জন্যও সত্য হয়ে ফিরে আসবে।