হোম > রাজনীতি

সীমান্তের সকল হত্যার সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বাধীন তদন্ত চায় এনসিপি

স্টাফ রিপোর্টার

দুই বাংলাদেশিকে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) গুলি করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপি বলেছে, এ ঘটনার পাশাপাশি অতীতের সব সীমান্ত হত্যাকাণ্ডের সুষ্ঠু, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও স্বাধীন তদন্ত প্রয়োজন। বৃহস্পতিবার দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের প্রতি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর এমন অপরাধ; আন্তর্জাতিক আইন, মানবাধিকার নীতি বা কূটনৈতিক সম্পর্কের পরিপন্থি এবং এটি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। বাংলাদেশ সরকারের উচিত হবে, নিহতদের পরিবারকে সর্বোচ্চ আইনি সহায়তা প্রদান করা এবং ভারত সরকারের কাছ থেকে এর যথাযথ ক্ষতিপূরণ দাবি করা।

এনসিপি বলেছে, ‘ভারতীয় বাহিনী-কর্তৃক সীমান্তে চলমান দীর্ঘদিনের অপরাধমূলক আচরণ বন্ধে, ভারত সরকারকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ ধরনের অন্যায় ও অমানবিক কর্মকাণ্ড যাতে আর কেউ করতে না পারে, সে জন্য আমরা বৈশ্বিক মানবাধিকার সংস্থাগুলোর আন্তরিক দৃষ্টি আকর্ষণ করছি।’

প্রতিবেশী সব দেশের সঙ্গে ভারসাম্য বজায় রেখে মর্যাদাপূর্ণ সম্পর্কে বিশ্বাস করার কথা উল্লেখ করে দলটি বলেছে, প্রতিবেশী দেশগুলোর জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিকাশ চাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি— ফেলানি হত্যাকাণ্ডসহ অতীতের সীমান্ত হত্যাগুলোর ন্যায়বিচার নিশ্চিত করা গেলে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হতো। তাই বাংলাদেশ সরকারের প্রতি আমাদের আহ্বান— দ্রুত সকল সীমান্ত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে আন্তর্জাতিক মহলের সামনে সেগুলো উপস্থাপন করা হোক।

৩৬ আসনে কে কোনটি পেলেন—ছবিতে দেখুন

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদ ছাত্রশিবিরের

শুক্রবার সকাল ১০টার পর ঢাকা ছাড়বে খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স

খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ এসএসএফ নিরাপত্তা পাবেন না

তারেক রহমান কেন দেশে আসলেন না জানালেন মাহদী আমিন

অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক বিএনপি চায় না

যমুনা অভিমুখে বাম রাজনৈতিক দলের মিছিল, পুলিশের লাঠিচার্জ

জামায়াত নেতাদের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

আলোচিত ঢাকা-১০ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যিনি

দুই-একটি আসনে সামনে প্রার্থী পরিবর্তন হবে, সেগুলো আমরা পরে ঘোষণা করবো