হোম > রাজনীতি

সরকারকে রাজনৈতিক অ্যাজেন্ডা ছোট করার পরামর্শ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

স্টাফ রিপোর্টার

সরকারকে তাদের রাজনৈতিক অ্যাজেন্ডা ছোট করে আনার পরামর্শ দিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি সংস্কার ও বিচারের পাশাপাশি চলতি বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে দৃশ্যমান উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় পার্টির রাজনৈতিক ও সাংগঠনিক কর্মশালায় এ আহ্বান জানান তিনি।

সাইফুল হক বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এই পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীদের মায়ানমারে নিরাপদ প্রত্যাবর্তনের ব্যাপারে দৃশ্যমান ও কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করতে পারেনি।

বাংলাদেশের বন্ধু হিসাবে পরিচিত দেশসমূহ ও রোহিঙ্গা শরণার্থীদের ফিরে যাওয়ার ব্যাপারে বিশ্বাসযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি। ইতিমধ্যে লাখ লাখ রোহিঙ্গারা মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়ে পড়েছে। তাদের অবস্থান বাংলাদেশের জন্য বহুমাত্রিক নিরাপত্তা ঝুঁকিও তৈরি করছে। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শিশু আছিয়ার করুণ মৃত্যুর দায় রাষ্ট্র এড়াতে পারে না উল্লেখ করে সাইফুল হক বলেন, গোটা রাষ্ট্র, সমাজ ব্যবস্থা ও চূড়ান্ত অবক্ষয়ী মূল্যবোধ এ ধরনের মর্মান্তিক মৃত্যুর রাস্তা প্রশস্ত করে। তাই নারীর অধিকার ও মর্যাদা বিরোধী সকল তৎপরতা আইন করে বন্ধ করতে হবে। তিনি আছিয়ার করুণ মৃত্যুর ঘটনা বন্ধে অপরাধীর দ্রুত উপযুক্ত বিচারের পাশাপাশি এসব অনাচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করার আহ্বান জানান।

মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না

শোষণ ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে হবে: হাবিব

হাদি ইস্যুতে সর্বদলীয় প্রতিরোধ সভায় বিএনপি ছিল না কেনো

তারেক রহমানের জন্য বাসভবন ও অফিস প্রস্তুত

মহান বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানালো ডিআরইউ

সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: গোলাম পরওয়ার

রাজধানীতে এনসিপির আগ্রাসনবিরোধী যাত্রা শুরু

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রিল মেকিং প্রতিযোগিতা

একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ

৫০ এমপি প্রার্থীকে হত্যা করবে আওয়ামী লীগ: রাশেদ খান