হোম > রাজনীতি

মিথ্যা তথ্য প্রচারে ছাত্রশিবিরের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

ইসলামী ছাত্রশিবিরের খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সাবেক সেক্রেটারিসহ অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন, এমন ভিত্তিহীন ও বানোয়াট তথ্য ছড়ানোর প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

সোমবার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে শিবিরের খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সভাপতি মো. আব্দুস ছাত্তার এবং সেক্রেটারি আবু ইউসুফ এ প্রতিবাদ জানান। পরে সংগঠনের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

শিবির নেতারা বলেন, মো. রুবেল দীর্ঘদিন ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সর্বশেষ জেলা সেক্রেটারির দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের মে মাসে সংগঠনের শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তার দায়িত্ব স্থগিত করা হয়।

পরবর্তীকালে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় নীতিমালা অনুসারে ২০২৪ সালের নভেম্বর মাসে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর রুবেল আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন এবং ৫ আগস্টের পর থেকে বিএনপির কর্মসূচিতেও নিয়মিত অংশগ্রহণ করছেন এ বিষয়ে স্পষ্ট প্রমাণ রয়েছে। বর্তমানে তার সঙ্গে ছাত্রশিবিরের কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক নেই।

শিবির নেতারা বলেন, দেশের প্রত্যেক নাগরিকের যে কোনো রাজনৈতিক আদর্শ গ্রহণ করার গণতান্ত্রিক অধিকার আছে; এ বিষয়ে ছাত্রশিবিরের অবস্থানও স্পষ্ট। কিন্তু স্থানীয় বিএনপি তাদের রাজনৈতিক দুরবস্থা দূর করতে ও নেতাকর্মীদের মনোবল বৃদ্ধির জন্য যোগদান নাটক সাজিয়েছে। নিজ দলের কর্মীদের ফুল দিয়ে বরণ করে তা ছাত্রশিবির নেতা-কর্মীদের যোগদান হিসেবে প্রচার করা রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয়। একজন বহিষ্কৃত ব্যক্তিকে সামনে এনে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস আমরা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছি।

তারা যোগ করেন, আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি স্থানীয় ও জাতীয় কিছু গণমাধ্যম কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই এ বিষয়ে অসত্য তথ্য প্রচার করছে, যা সাংবাদিকতার নীতির সুস্পষ্ট লঙ্ঘন। আমরা পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমকে অনুরোধ করছি।

আমাদের স্পষ্ট বক্তব্য হলো, খাগড়াছড়ি জেলা বিএনপিতে ছাত্রশিবিরের কোনো নেতাকর্মী যোগ দেননি। আমরা সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি, পাশাপাশি বিএনপিকে অপরাজনীতি পরিহার করে গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে আসার পরামর্শ দিচ্ছি।

সিলেট-৬ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবি

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন সহিংসতায় যেতে পারে

ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা জামায়াত আমিরের

রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ দল হিসেবে বিএনপি সমর্থন পাওয়ার যোগ্য

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

লুটেরা ও আগ্রাসী অর্থনৈতিক ব্যবস্থার কারণে অবহেলিত শিক্ষা খাত

বিএনপি বিশ্বাস করে সুষ্ঠু নির্বাচনের আয়োজন হবে: রিজভী

দ্বিতীয় দিনের মতো চলছে এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার

জামায়াতের প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রায় নিষেধাজ্ঞা

রাজনৈতিক দলগুলো সাংবাদিকদের পকেটে নিতে চায় না, সাংবাদিকরাই ঢুকে যায়