হোম > রাজনীতি

জামায়াতের সঙ্গে জোট এনসিপির দলীয় আদর্শের সঙ্গে যায় না

বিএনপি নেতা নজরুল ইসলাম খান

স্টাফ রিপোর্টার

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি : আমার দেশ

এনসিপি-জামায়াত জোট গঠনের বিষয়টি সংশ্লিষ্ট দলগুলোর নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, এনসিপির ঘোষিত আদর্শের সঙ্গে বর্তমান সিদ্ধান্ত যায় না।

রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সিইসির সঙ্গে বৈঠকে নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, আরপিওতে স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের সন্তানের সম্পদের হিসাব জমা দেওয়ার যে নির্দেশনা দেওয়া হচ্ছে, তা জটিলতা সৃষ্টি করছে। বিষয়টি আমরা কমিশনের সামনে তুলে ধরেছি এবং এ নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের অপব্যবহার ও অপপ্রচার নিয়েও বৈঠকে উদ্বেগ প্রকাশ করে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচনের সময় এআই ব্যবহার করে ভুয়া তথ্য, ছবি ও ভিডিও ছড়ানোর আশঙ্কা রয়েছে। এসব অপব্যবহার ও অপপ্রচারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জোরালো পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছি।

তিনি জানান, নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে বিএনপি কমিশনের কাছ থেকে স্পষ্ট উদ্যোগ প্রত্যাশা করে।

জামায়াত জোটে যোগদান, রাতেই ঘোষণা দেবে এনসিপি

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কবীর আহমেদ

বিএনপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন তাসনিম জারা

জামায়াতের আসন সমঝোতা জোটের চেয়েও ‘শক্তিশালী’

যে কারণে দলগুলোর আসন সংখ্যা জানালেন না জামায়াত আমির

সবাই মিলে একটি ভালো নির্বাচন করতে চাই: জামায়াত আমির

জামায়াতসহ ৮ দলের সংবাদ সম্মেলনে যোগ দেয়নি এনসিপি

জামায়াতের জোটে যুক্ত হলো নতুন যেসব দল

জামায়াতসহ ৮ দলের সংবাদ সম্মেলন শুরু

জামায়াতের নেতৃত্বাধীন চূড়ান্ত জোটে থাকছে যেসব দল