রাজধানীর পল্টনে ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছে থাকা র্যাব লেখা কটি, ক্যাপ, ভুয়া আইডি কার্ড, হ্যান্ডকাফ, ওয়াকিটকি সেটসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
গতকাল বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি বলেন, গত মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে যাত্রাবাড়ী র্যাব-১০ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পল্টন এলাকায় একটি সংঘবদ্ধ চক্র মাইক্রোবাসে করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সন্দেহজনক গতিবিধির কারণে যানটি থামিয়ে তল্লাশি করলে আটক ব্যক্তিরা নিজেদের র্যাব সদস্য পরিচয় দেয়। পরিচয়পত্র যাচাই করতে গিয়ে সেগুলো ভুয়া বলে নিশ্চিত হয় র্যাব।
পরবর্তীতে মাইক্রোবাস তল্লাশিতে র্যাবের পোশাক, আইডি কার্ড, ওয়াকিটকি সেট, হ্যান্ডকাফসহ নানা সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- জুয়েল বিশ্বাস, আলামিন দুয়ারী ওরফে দিপু, সাজ্জাদ হোসেন, আবুল কালাম আজাদ ও বোরহান মিয়া।
অন্যদিকে, রাজধানীর লালবাগে কারখানা কর্মচারী মোহাম্মদ হোসেন (২৫) হত্যাকাণ্ডের ঘটনায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
র্যাব জানায়, লালবাগের শহীদনগর এলাকায় গত মঙ্গলবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কারখানা কর্মচারী মোহাম্মদ হোসেনকে খুন করা হয়। ওইদিন সন্ধ্যায় কেরানগঞ্জের খোলামোড়া এলাকায় র্যাব-১০ ও লালবাগ থানা পুলিশের যৌথ অভিযানে সন্দেহভাজন আবিরকে গ্রেপ্তার করা হয়।
ইন্তেখাব চৌধুরী বলেন, আগের দিন সোমবার রাতের একটি ঝগড়াকে কেন্দ্র করে আবির ও হোসেনের মধ্যে বিরোধ তৈরি হয়। পরদিন প্রতিশোধের উদ্দেশ্যে আবির হামলা চালান।
উভয় ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।