বিএনপি চেয়ারপার্সন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বৃহস্পতিবার (১ জানুয়ারি) জিয়া উদ্যান পুলিশ বক্সের সামনে দাঁড়িয়ে তিনি কবর জিয়ারত করেন।
এসময় প্রিন্স বলেন, খালেদা জিয়া বাংলাদেশকে নতুন করে গড়েছিলেন। তিনি ফ্যাসিস্টের বিরুদ্ধে সাধারণ জনগণের পক্ষে লড়াই করেছিলেন। ফ্যাসিস্ট হাসিনা তাকে মিথ্যা মামলা জেল জুলুম দিয়ে নির্যাতন করেছিল।
আমরা খালেদা জিয়ার আদর্শে অনুপ্রেরণিত হয়ে আমাদের নেতা তারেক রহমানকে সহযোগিতা করব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়া এখন দলের বিষয় নয় বরং রাষ্ট্রের বিষয়। রাষ্ট্র খালেদা জিয়ার কবরকে নিরাপত্তা দেওয়ায় আমরা রাস্তায় দাঁড়িয়ে জিয়ারত করছি। কোথায় দাঁড়িয়ে করেছি, এরচেয়ে বড় বিষয় কবর জিয়ারত করতে পারা, দোয়া করতে পারা। দোয়া করি মহান আল্লাহ আমাদের মজলুম নেত্রীকে জান্নাত নসীব করুন