হোম > রাজনীতি

বাসযোগ্য ঢাকা গড়তে রাজধানীতে ১০ লাখ গাছ রোপণ করবে জামায়াত

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়তে রাজধানীতে ১০ লাখ গাছ রোপণ করবে জামায়াতে ইসলামী। তিনি বলেন, পরিবেশের সুরক্ষায় সামাজিক বনায়ন ও পারিবারিক পুষ্টি বাগান গড়ে তুলতে হবে। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ ও বাসযোগ্য নগরায়ন গড়ে তোলা হবে।

শুক্রবার বিকালে পুরানা পল্টন কলেজ মাঠে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে পরিবেশ সুরক্ষায় সামাজিক বনায়ন গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আহ্বান জানান। অন্তত একটি করে গাছ লাগাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় যা-যা করণীয় জামায়াতে ইসলামী তার সবকটিই করবে। পরিবেশ দূষণ মুক্ত, দারিদ্র্য বিমোচনে ও বেকারত্ব দূরীকরণে গাছ ভূমিকা রাখতে পারে। গাছ মানুষের পরম বন্ধু। গাছ আধুনিক ঢাকার প্রাণ শক্তি হিসেবে ভূমিকা রাখতে পারে। তাই প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব অন্তত একটি করে গাছ লাগানো।

অনুষ্ঠানে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং নগরবাসীকে নিরাপদ বাতাসের ছায়াতলে রাখার লক্ষ্যে জামায়াতে ইসলামী প্রতি বছর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। এরই ধারাবাহিকতায় এবছরও মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। একটি গাছ কাটার আগে ৫টি গাছ রোপণের আহ্বান জানান তিনি।

পল্টন থানা আমির শাহীন আহমেদ খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন ও ড. আব্দুল মান্নান, অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসান প্রমুখ।

সভা শেষ পুরানা পল্টন কলেজ মাঠে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণের মধ্য দিয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন নূরুল ইসলাম বুলবুল। পরে উপস্থিত জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতের গাছ বিতরণ করা হয়।

প্রবাসী ভোটারদের প্রতি যে আহ্বান জানালেন জামায়াত আমির

ব্রাহ্মণবাড়িয়ায় খেজুর গাছ ও মাথাল প্রতীকে ভোট চাইলেন তারেক রহমান

যারা নির্বাচন বানচাল করতে চায়, তারা গণতন্ত্র ও দেশের শত্রু: আমীর খসরু

দোয়া মাহফিল দিয়ে নবী উল্লাহ নবীর ধানের শীষের প্রচার শুরু

উন্নয়নের স্বার্থে সৎ যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে

প্রথমদিন সারা দেশে উৎসবমুখর প্রচারে হাতপাখার প্রার্থীরা

আমরা ক্ষমতায় গেলে চা শ্রমিকদের ফ্যামিলি কার্ড দেবো: তারেক রহমান

তারেক রহমানের পক্ষে গণজোয়ার গড়ার আহ্বান জানালেন সালাম

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প

গণতন্ত্র ও এলাকার উন্নয়নের জন্য ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান হাবিবের