হোম > রাজনীতি

ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হতে হবে: ড. হেলাল উদ্দিন

ঢাকা-৮ আসনে মিছিল ও পথসভা

স্টাফ রিপোর্টার

ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের যে রোডম্যাপ অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে, সেই সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। কোনোভাবেই এর ব্যত্যয় ঘটানো যাবে না।

তিনি বলেন, এক ব্যক্তি কিংবা এক দলের জন্য কোনো কিছু থেমে যায় না, থেমে থাকতে পারে না। ডাকসু, রাকসু, চাকসু, জাকসুতে ভরাডুবির পর একটি দল জাতীয় নির্বাচনে পরাজয়ের ভয়ে আতঙ্কে আছে। তারা নির্বাচন পিছিয়ে দিতে নানারকম ষড়যন্ত্র-চক্রান্ত করছে। দাঁড়িপাল্লার প্রতি গণজোয়ার দেখে তারা পাগল হয়ে গেছে। তাদের দলীয় কর্মকাণ্ড আর আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডের মধ্যে কোনো পার্থক্য নেই বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার বিকেলে ঢাকা-৮ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে পল্টন থেকে মগবাজার এলাকায় প্রচারমিছিল শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

এ সময় ড. হেলাল উদ্দিন আরও বলেন, “দাঁড়িপাল্লায় ভোট দিলে দেশ দুর্নীতি–সন্ত্রাস–চাঁদাবাজমুক্ত হবে। দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ।”

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি (ঢাকা-৮ আসন কমিটির পরিচালক) মুহাম্মদ শামছুর রহমানের সভাপতিত্বে পথসভা শেষে প্রচারমিছিল বায়তুল মোকাররম উত্তর গেট থেকে পল্টন–বিজয়নগর–কাকরাইল–শান্তিনগর হয়ে মগবাজারে গিয়ে শেষ হয়। এ সময় মহানগর ও সংশ্লিষ্ট থানার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এসআর

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, রাতে মেডিকেল বোর্ডের বৈঠক

গণভোট ইস্যুতে আগের অবস্থান থেকে সরে এলো জামায়াত

ব্যারিস্টার ফুয়াদের ওপর হামলার প্রতিবাদ পেশাজীবী কাউন্সিলের

সাভারে খেলাফত মজলিসের প্রার্থী মুহিউদ্দীন রাব্বানীর গণসংযোগ

ফ্যাসিবাদের দোসরদের রাজনীতি করতে দেওয়া যাবে না: চরমোনাই পীর

দুর্নীতিমুক্ত, জনবান্ধব নতুন বাংলাদেশ গড়ার আহবান জামায়াত আমিরের

প্রার্থী বিবেচনায় না নিয়ে দলের পক্ষে কাজ করার আহ্বান তারেক রহমানের

আগামী নির্বাচনে সন্ত্রাস ও জবরদস্তি কেউ করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে

দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন বিএলডিপির সেলিম

গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে বহু ষড়যন্ত্র চলেছে