সংবাদ সম্মেলনে আতাউর রহমান
কারো চাপিয়ে দেওয়া বিষয়কে মেনে নিতে হবে—এই রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনও করেনি বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
বুধবার বিকেলে পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আতাউর রহমান বলেন, আমরা স্বাধীনভাবে রাজনীতি করি। আমরা আমাদের সিদ্ধান্ত নেওয়ার মতো সিদ্ধান্তে এখনও আছি। কেউ যদি আমাদেরকে অবহেলা করে- তাহলে সেটাতে তো আমরা স্বাভাবিকভাবে নিতে পারি না। আত্মমর্যাদাবোধ তো সবারই আছে।
তিনি বলেন, আমাদের পারস্পরিক আলোচনা চলমান। ইনশাআল্লাহ দ্রুতই একবক্স নীতির রূপরেখা ও ধরণ পুরস্কার হবে। রাজনৈতিক মহল, সাংবাদিক, দেশপ্রেমিক জনতা ইসলামপন্থার একবক্স নীতি নিয়ে যে আগ্রহ প্রকাশ করছেন তা দেশ ও ইসলামের জন্য প্রেরণাদায়ক। ইনশাআল্লাহ জাতির প্রত্যাশা পূরণ হবে।