হোম > রাজনীতি

বিগত সরকার দেশের শিক্ষাব্যবস্থা ভেঙে দিয়েছে: খন্দকার মোশাররফ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন (বীর মুক্তিযোদ্ধা) বলেছেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষাব্যবস্থা ভেঙে দিয়েছে। নির্বাচিত সরকার আসলে দেশের শিক্ষাব্যবস্থায় আবারো কারিগরি শিক্ষাব্যবস্থা চালু করা হবে।

সোমবার কুমিল্লার দাউদকান্দি পৌর সদরে ঐতিহ্যবাহী দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমি এই স্কুলের ছাত্র ছিলাম। আমি ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শিক্ষকতার জীবনে, রাজনীতির জীবনে সর্বক্ষেত্রেই প্রথম ছিলাম, কারণ আমি অক্লান্ত পরিশ্রম করেছি।

তিনি বলেন, গত ১৫ বছর ফ্যাসিস্ট সরকার এ জাতিকে ধ্বংস করার জন্য শিক্ষাব্যবস্থাকে পুরো ধ্বংস করে দিয়েছিল।

২০২৫ সালে সুষ্ঠুভাবে এসএসি পরীক্ষা সম্পন্ন হওয়ায় অনেকেই ফেল করেছে। কিন্তু ফ্যাসিস্ট সরকারে আমলে ১০০ ভাগ পাস করিয়ে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে। তাই তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে দেশের সেবা করো, দেশের দায়িত্ব নাও, এ দোয়া রইল।

স্কুলের সভাপতি শিক্ষানুরাগী আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব মো. নিজাম উদ্দিন, অধ্যাপক ড. মো. নুরুল আমিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে শামসুল হক, স্কুলের সদস্য শিক্ষানুরাগী জহিরুল ইসলাম রিপন, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

হাসিনাকে কয়েক হাজারবার ফাঁসি দিলেও গণহত্যার বিচার শেষ হবে না

শেখ হাসিনার রায়কে ‘ন্যায়বিচারের প্রতিষ্ঠা’ বলছে বিএনপি

ফ্যাসিস্ট হাসিনার মৃত্যুদণ্ডের রায় ইতিহাস হয়ে থাকবে: জমিয়ত

ফুলের মালা থেকে ‘ফাঁসির দড়ি’: হাসিনার উত্থান-পতনের ইতিহাস

শেখ হাসিনার ফাঁসির রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে: খেলাফত আন্দোলন

হাসিনার রায় আইনের শাসন প্রতিষ্ঠায় তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত: আ স ম রব

রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা খুশি নই: নুর

এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি ঘোষণা

২৮ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বিএনপি

রায় পেয়েই সন্তুষ্ট নই, হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করা হলে শান্তি পাব