হোম > রাজনীতি

যে লক্ষ্য নিয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল তা অর্জন করতে সরকার ব্যর্থ হয়েছে

সিপিবির জাতীয় সমাবেশে ক্বাফী রতন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেছেন, যে লক্ষ্য নিয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, গণঅভ্যুত্থান পরবর্তী ইউনূস সরকার তা অর্জন করতে ব্যর্থ হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান জনতার বেহাত হয়েছে। সরকার নারীদের, সংখ্যালঘু মানুষের কোনো সুরক্ষার ব্যবস্থা নেয়নি।

শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির জাতীয় সমাবেশ তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের নেতৃত্বের দাবিদার একটি গোষ্ঠী নতুন করে লুটপাট ও দখল দারিত্বের রাজত্ব প্রতিষ্ঠা করেছে। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনো গণতান্ত্রিক সরকার এদেশে হয়নি। আমাদের সরকার এদেশে প্রথম গণতান্ত্রিক সরকার, যারা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ নির্মাণ করবে।

সমাবেশে পার্টির সাবেক সভাপতি ও সভাপতিমণ্ডলী সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশ এক সর্বগ্রাসী সংকটে নিমজ্জিত। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা দেশকে পাকিস্তানের জিঞ্জির থেকে মুক্ত করেছি ভারত কিংবা মার্কিন সাম্রাজ্যবাদের নতুন শৃঙ্খলে আবদ্ধ হওয়ার জন্য নয়। ক্ষমতাসীন ইউনূস সরকার পরিকল্পিতভাবে দেশকে মার্কিন ভূরাজনৈতিক স্বার্থের অনুগত করছে। যা দীর্ঘ মেয়াদে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে।

সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, সাবেক সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম, সভাপতিমণ্ডলীর সদস্য রাগিব আহসান মুন্না, এসএ রশীদ, মো. আমিনুল ফরিদ, কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স এবং ডা. দিবালোক সিংহ প্রমুখ।

এছাড়াও সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর প্রধান উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান, বাংলাদেশ জাসদের সভাপতি জননেতা শরীফ নুরুল আম্বিয়া, সুরেশ্বর দরবার শরীফের পীর সাহেব শাহ সূফী হাসান শাহ সুরেশ্বরী দিপু নূরী, বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের সভাপতি রেবেকা সরেন, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সাবেক সভাপতি কৃষ্ণলাল।

পাবনা-২ আসনে এনসিপির মনোনয়ন তুললেন মুহাম্মাদ আসাদুল্লাহ

একই দিনে দুই ভোট আয়োজনের সিদ্ধান্ত অযৌক্তিক ও জনবিরোধী

রাজধানীতে আ. লীগ ও অঙ্গ সংগঠনের আরো ৫ নেতাকর্মী গ্রেপ্তার

রংপুর-৬ আসনে এনসিপির মনোনয়ন সংগ্রহ মাসুমের

সরকার সব দলকে খুশি করলেও জনগণকে ফাঁকি দিয়েছে

এনসিপির ১ হাজার ১১ মনোনয়ন বিক্রি, লক্ষ্যমাত্রা ৩ হাজার

ঢাকা-১২ আসনে হাতপাখা প্রার্থীর পরিবর্তনের যাত্রা

প্রধান উপদেষ্টাকে কর্নেল অলির ধন্যবাদ

ঢাকা-১৩ আসনে জামায়াত প্রার্থীর ‘রান উইথ মোবারক’

গণভোটে আমরা রাজি, অপশনের বিষয়ে সিদ্ধান্ত জনগণের