হোম > রাজনীতি

বিএনপির সঙ্গে নেদারল্যান্ডসের এনআইএমডি প্রতিনিধিদলের বৈঠক

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র প্রতিনিধি দলের সঙ্গে ঢাকায় সফররত নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর মাল্টিপার্টি ডেমোক্রেসির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বহুদলীয় গণতন্ত্রের চর্চা এবং ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিএনপি'র পক্ষ থেকে প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার সঙ্গে ছিলেন— যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

তবে, NIMD এর পক্ষ থেকে কারা বৈঠকে উপস্থিত ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। বৈঠক শেষে উভয় পক্ষের কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে আন্তর্জাতিক একটি সংস্থার সঙ্গে বিএনপি'র এই বৈঠককে রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে: জামায়াত আমির

বদলে গেল নাম, বাগছাস এখন ‘জাতীয় ছাত্রশক্তি’

ভারতবিরোধিতার কারণে গোলাম আযম শহীদ হয়েছেন: ব্রিগেডিয়ার আযমী

ইমামকে অপহরণে ইসকনের ভূমিকা উদ্বেগজনক: জমিয়তে উলামা

দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব দিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: ড. হেলাল উদ্দিন

আ.লীগ ও জাপাকে বাইরে রেখে নির্বাচন দেশ ধ্বংসের ষড়যন্ত্র

ইবতেদায়ী শিক্ষকদের দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সমর্থন

বিএনপি-জামায়াতের চোখে বিতর্কিত উপদেষ্টা কারা

দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচব: আসিফ নজরুল

কাফনের কাপড় পরে আমরণ অনশনে পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা